প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
আমি তাকে দেখেছিলাম
মৃত ভাষার ভাগাড় থেকে
খুঁজছিল বর্ণমালা
ভাষাহীন নীরবতায়
মৃত নক্ষত্রের মতো…
পরিযায়ী পাখিসব নখরে
চিরে ফেলে অক্ষর
ছিন্ন হয় আমাদের ভাষা পরিচয়।
ভাষাভষ্ম হতে যদি, আহা! ফিনিক্স
জীবন হয় তবে 'মা' বলে আবার ডাকব তোমায়।
বর্ণমালা, আমার সাধের উচ্চারণ।
======================
সুদীপ চৌধুরী
শিলিগুড়ি
৮০০১৩৯১৬৮২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন