আর নয় বাঁচা প্রাণভয় নিয়ে সেদিন শেখালে সখা
রক্তলিখনে রয়েছে সাক্ষী বরাক উপত্যকা।
ভাষা এক অধিকার--
উদ্গত ধ্বনি দীপ্র প্রকাশে জেগে ওঠে বারবার !
ভাষা এক আশা শেখায় মনন, ঝড় তোলা প্রতিবাদ
যদিও শত্রু গূঢ় অভিপ্রায়ে পেতেছে, পাতবে ফাঁদ!
#
বন্ধু জেনো এ বন্ধুর পথে বিপদের বীজ বোনা
বাংলা ভাষার অসীম শক্তি , অমিত সম্ভাবনা--
যদি রাখি চেপে, বরাক শহীদ সেদিন হারাবে মান
লেখনীতে ধার দিয়েছ বন্ধু ? লেখা হোক খরশান !
সমুখে অনেক পথ আছে বাকি, ভাষা হোক সেতু, খেয়া
নিবিড় নিকট করে দিক ভাষা, আরো হোক দেয়া-নেয়া ।
#
জ্ঞান যদি আলো, ভাষা তো জ্বালানি, কবে যে বুঝবো ভাই
দারুন শৈত্যে জরজর যারা তাদের তো তাপ চাই !
বাহুবল দিয়ে দমাতে চাইবে জানবেই কিছু লোক
অমৃতপাত্র বিষে ভরা বলে পাকাবে রক্ত-চোখ।
যে বিষে তাদের ঘনাবে মরণ সে-বিষ তাদের দাও
বরাক-শহীদ দিলো অধিকার, ঋজু হাঁটো, সোজা যাও ।
#
বঙ্কিম ভুরু হিংস্র চোখ মানুষেরা রাখো শুনে
বাংলা ভাষার অফুরান শর রয়েছে এখনো তূণে !
............
কান্তিলাল দাস
কিস্মৎ অপূর্বপুর
ডাক - সিঙ্গুর
জেলা- হুগলি
ডাক সূচক : ৭১২ ৪০৯
দূরভাষ : ৮৭৭৭৬৩৯৭৭০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন