প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
স্মৃতির হাতে বেঁধেছো যে রুমাল
শব্দে গাঁথো দিনশেষের সে শোক
টেবিলজুড়ে মন কেমনের যে জাল
মুখরতা সে তোমার নামে হোক
শেকড়ের টান চিনিয়ে দাও তুমি -
ছাতিম গন্ধে অস্থিরতার চাবুক
অক্ষরে মন বাড়ায় সালতামামি
তোমায় ছুঁয়ে আনমনা যে চিবুক ।
তোমার ক্ষত চিনেছিলো যারা
তাদের বুকে শহীদ সংক্রমণ-
আমদের পথ আজও দিশেহারা
তাদের থেকে কিনছি সে দিনযাপন...
নোটপ্যাড চেনে বিষাদের দরবারি
অকুণ্ঠতা ও আয়নার শিরোনাম -
যে মোহনায় সে ঢেউয়ের ঘরবাড়ি-
তার ঢেউ জলে নেভায় কেউ যন্ত্রণা ...
গেরস্থালী শস্যগন্ধে আবাদ
যে নদীচর উর্বরতারই চাষ
তারই কাছে নতজানু বারবার
তার কাছে হাত বাড়িয়ে নিই আশ্বাস...
--------------------
সুমনা ভট্টাচার্য্য,বারাসাত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন