পলাশ রাঙা আকাশ জুড়ে ফেব্রুয়ারি এলো
মায়ের চোখে শিশিরের ভোর, কি সুখ তাহা বলো!
খোকা গেছে অনেক দূরে আনতে কথার ঝুড়ি
রক্তনদী পার হয়ে সে ফিরবে তবে বাড়ি ৷
বিন্নি ধানের খই ভাজে মা প্রিয় খোকার তরে
ডালের বড়ি শুকায় রোদে সারা উঠোন জুড়ে ৷
দুখিনী মা সাজায় কুঁড়ে সজনে ডাঁটার ফুলে
আসবে খোকা প্রতীক্ষা তার স্বপ্ন রাখে তুলে ৷
এসেই খোকা বলবে মাকে কী আছে দাও খাই
খাওয়ার পরে মায়ের আদর চাই যে তাহার চাই ৷
এমনি ছিল খোকার সাথে মায়ের আলাপন
চন্দ্র-সূর্য ওঠার মত সত্য চিরন্তন।
যাওয়ার আগে খোকা নাকি শুনিয়ে ছিল মাকে
মুখের ভাষা হারিয়ে গেলে কিইবা পড়ে থাকে!
মনে পড়ে তোমার কাছে গল্প শোনার রাত?
কাড়তে ওরা চাইছে মাগো, তাইতো প্রতিবাদ৷
লক্ষ্মীটি মা রাগ কোরোনা ফিরব তাড়াতাড়ি
সঙ্গে নিয়ে আসবো তোমার লক্ষ কথার ঝুড়ি ৷
আবার তুমি ঘুম পাড়াবে বাংলা ভাষার সুরে
কি এসে যায় আমার থাকা কিংবা যাওয়া দূরে?
ফিরল খোকা অনেক রাতে পলাশ রাঙা দেহে
সঙ্গে এলো কথার ঝুড়ি রক্ত নদী বেয়ে ৷
ঝাপসা চোখে তাকিয়ে দেখে বাংলা ভাষার মা
শবের পাশে ফুল নয় তো,.. যেন হাজার বর্ণ জমা!
ভাষার শরীর শান্ত হলো, মিঠলো ঠোঁটের জ্বালা
উঠোন জুড়ে খেলছে এখন শুধুই বর্ণমালা!
-----------০------------
নাম- মোয়াল্লেম নাইয়া
গ্রাম+পোষ্ট- ইমামদ্দীপুর
থানা-ঢোলাহাট
জেলা- দঃ২৪ পরগণা
পিন-৭৪৩৩৯৯
ফোন নং-৯৯৩৩১৯৫৭৫২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন