প্রিয় ছাত্রী
------------
নাহ তুমি চঞ্চল হলে না
লক্ষীমন্ত ডগমগ লাবণ্য
কি ভালো কি ভালো!
নম্রবদনা এতো ঢালো ঢালো।
কোনো প্রশ্ন নেই হরিণ দুটো চোখে,
সিঁথি 'পরে শোভিত লাল,
বয়স শুধু ষোলো।
বাকক্ষম ঠোটে গায় স্বামী গুণগান,
ক্লাস পড়া এসব এখন যে বড়ো ম্লান।
আমার সাধের চারাগাছে তখন ধন্দের আকিবুকি,
অসংযত অন্দরে আশংকা দ্রিমি দ্রিমি বাজে।
প্রিয় ছাত্রী,
আমার মন ভেঙে গেলো
হ্রদয় বিষাদপুরে,
সবার মতো কেনো হলে,
নিজের মতো কেনো নয়!
তাপসী লাহা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন