শিক্ষা ও শিক্ষক
মা প্রথমে বাবার সাথে করিয়েছে পরিচয়
মা শেখালো অ আ ক খ বাবা বিদ্যালয়।
মায়ের হাত ধরে টলো পায়ে হাঁটতে শিখেছি
বাবার সাথে ঘুরে ঘুরে জগৎ চিনেছি।
বইগুলো সব নিত্য নতুন দেখায় কত মত
শিক্ষকরা সব দিলেন শিক্ষা কর্মই বিজয় রথ।
মায়ের অকৃপণ স্নেহের হাসি বাবা সদা পাশে
মমতা মাখা আদর ঠাসা চোখের কাছে ভাসে।
প্রকৃতি মা'র কোলে আছে সর্ব শিক্ষার প্রাণ
বপন করে মনন খুঁজে রাখব শিক্ষার মান।
-----------------------------------ঠিকানা- দীপশংকর সাঁতরা।
গ্রাম + পোষ্ট - জুজারসাহা, থানা - পাঁচলা, জেলা - হাওড়া, সূচক -
৭১১৩০২, পশ্চিমবঙ্গ। মোবাইল - 9748663767
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন