৫ই সেপ্টেম্বর
অঙ্ক হল আমার বিষয়, চক ডাস্টার তুলে
ব্ল্যাকবোর্ডে করছি সরল জিতপুর ইস্কুলে।
ছাত্ররা সব বেঞ্চে বসা,
এই ক্লাসে অঙ্ক কষা,
একটা পোকা আটকে আছে মাকড়সারই ঝুলে।
পরের ঘন্টা ক্লাস নাইন, সেখানে সুদকষা,
এসব নিয়েই দিন কেটে যায়, হয়না খানিক বসা।
ছাত্রদেরকে কড়া শাষন,
মনের ভেতর স্নেহের আসন,
জানতে কেউ চায়নি আজও আমাদের দূর্দশা।
সারা জীবন কিইবা পেলাম, হিসেব যখন করি,
হাতখানা সেই শুন্য দেখি, পাইনি আহামরি।
জীবনভর এমনি করে
গেলাম শুধু মানুষ গড়ে
তরতরিয়ে চলে না তো জীবন ঘাটের তরী।
মেয়ের বিয়ে বাকি আচে, বাকি আছে ঘর,
ঘুরতে যাওয়ার হয়নি সুযোগ পাহাড় বা বন্দর।
আবার যদি জন্ম নিই
শিক্ষক হব ইস্কুলেই
আকাশ বাতাস স্বাক্ষী থেকো, ৫ই সেপ্টেম্বর।
____________________________________________________
পরিচিতিঃ
নামঃ অমিত পাল
পেশাঃ শিক্ষকতা
ঠিকানাঃ AMIT PAL
C/O ANIL KUMAR PAL
(NEAR G.R.U.VIDYAPITH BOYS)
P.O: DEBINAGAR, RAIGANJ,
DIST: UTTAR DINAJPUR
WEST BENGAL, INDIA
PIN: 733123
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন