বাঁকাকথায় জবানবন্দী
মূল্যবোধ চুলোয় যাক
নীতিটা মাথায় থাক
বাড়ী চাই গাড়ী চাই
শুধু বেতনে কি ভরসা পাই
তাই উপরি খুঁজছি ভাই
এ ছাড়া যে উপায় নাই
অনেক খসিয়েছি বাপের টাকা
উসুল করতে পথটা বাঁকা
ফুটো ছাতা ছেঁড়া জুতো পুরাণকথা
ওসব এখন রঙ্গকথা
তাড়াবোনা বনের মোষ
সেটা কি আমার দোষ
গন্ডায় গন্ডায় বেরোক যন্তর
মানুষ না হোক ফুসমন্তর
সমাজটা মোর পৈত্রিক নয়
আপনি বাঁচলে নামটা রয়।।
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়
৩৪ সৌদামিনী নগর, মোড়পুকুর
রিষড়া, হুগলী ৭১২ ২৫০
মো ৯৯০৩৬৭৬১৮৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন