"শিক্ষক"
উজ্জ্বল সামন্ত
মানুষ গড়ার কারিগর তুমি
মা বাবার পরেই তোমার স্থান
উজার করে জ্ঞানের আলোয় আলোকিত
না জানি কত কচি কাচার প্রাণ
স্কুল কে যদি বলি মন্দির বা মসজিদ
তার দেবতা তুমি তোমার আশীষ বারী
ছাত্র ছাত্রীরা অঞ্জলী দেয়
অন্তরের শ্রদ্ধা ও ভক্তির
যখন তুমি থাকবে না,
থাকবে তোমার হাতের ছোঁয়া
ব্লাক র্বোডে ,চকে ,বইয়ের পাতায়
হয়ত পদধবনি শোনা যাবে কানপাতলে
ক্লাস রুমের ওই ঘর ,স্টাফ রুম বারান্দায়
সময়ের সাথে ঘড়ির কঁাটায়
জীবন সাগর দেয় পাড়ি
সময় তো কারো জন্য থেমে থাকে না
যেমন বহমান নদী বা ঝর্নার স্রোত
পড়ে থাকে শুধু স্মৃতি,অবসরে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন