ছড়াক্কা ১
শিক্ষা গুরু
----------------
মা বাবা যে প্রথম শিক্ষা গুরু
মা যে শেখায় কথা কওয়া
নামতা শেখায়,শেখায় অ আ
মানুষ হওয়ার মন্ত্রটা যে
বাবা শেখায় সকাল সাঁঝে
তাদের পথেই পথ চলা যে শুরু ।
***
ছড়াক্কা ২
প্রকৃতি শিক্ষক
----------------
এই প্রকৃতি শেখায় আমায় অনেক কিছু
আকাশ ,বাতাস,পাহাড়,নদী
শেখায় আমায় নিরবধি
ঐ পাখিরা,ঐ গাছেরা
জলের নীচে ঐ মাছেরা
তাদের শিক্ষা মন করেছে অনেক উঁচু ।
***
তরুনার্ক লাহা
বেলিয়াতোড়,বাঁকুড়া
Sent from Yahoo Email App for Android
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন