প্রহসন
আদর্শহীন ছাত্রসকল
অনাদর্শী শিক্ষাগুরু,
শিক্ষার নামে নীতি বেচে
দিচ্ছে ক'রে ব্যবসা শুরু।
শিক্ষক সবে ব্যাপারী আজ
শিক্ষা তাদের পণ্য হ'ল,
বিদ্যালয়ে দিব্যি ফাঁকি
বিদ্যা বেচে লক্ষ্মী তোলো।
লক্ষ্মী পিঠে সওয়ার হ'য়ে
সরস্বতীর অন্বেষণে,
শিক্ষাক্ষেত্রে এই অনাচার
চলছে হেথা অনুক্ষণে।
সর্বপল্লী, বিদ্যাসাগর,
ফেলছে তারা লুকিয়ে মুখ,
মেরুদণ্ড ভাঙা জাতির
লোভানলে সন্ধানে সুখ।
যোগ্যতা সব থাক বা না থাক
পকেট সবার উঠুক ভ'রে,
আমার ছেলে পড়বে রে ভাই
বঙ্গ থেকে অনেক দূরে।
তাই তো ব'লি এই বাঙলাতে
যোগ্য বেছে লাভ কি কাজে,
কবিরা সব বেকার বকে
লেখে সবই আজেবাজে।
শিক্ষক আজি বন্দি থাকে
দীর্ঘ সময় অফিস ঘরে,
প্রভাববলে নানা ছুতোয়
শিক্ষকদেরকে ঘেরাও করে।
কটূভাষ্যে শিক্ষকদেরই
করে সদা মুণ্ড ছেদন,
শিক্ষকদিবস পালন ক'রে
ওড়াতে চাও বিজয় কেতন!
---------------
ঠিকানা:-পবিত্র দাস গ্রাম: চালতিয়াপোষ্ট: চালতিয়াথানা: বহরমপুর জেলা:
মুর্শিদাবাদ পিন: ৭৪২৪০৭ফোন: ৮৯১৮৭২৫২৬৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন