বর্ণমালা
লম্বা ঘর, আয়তকার যেনবা
দরজা জানলা,অসময়ে একা
পশ্চিমা রোদ্দুর, হা হা করছে।
'রেনবো' কবিতাটি পড়ানো হয়েছে?
শ্রেণিকক্ষ নিশ্চুপ, বাকহীন।
টুপটাপ বৃষ্টিফোঁটা কিয়ৎ আগে,
রেশ তার এখনো দু'কানে
যেন অযথা খুনসুটি, তাদের।
উৎসুক চোখ, দূরের থেকে রং
সযত্ন, বর্ণমালা এঁকে যায়
মাটি থেকে আকাশ,ঝুলন্ত
সেতু,পারাপার,পারাপার...
বললাম―
'রেনবো' কবিতাটি পড়ানো হয়েছে।
―――
ঠিকানা:
চৌধুরী নাজির হোসেন।
রয়্যাল এনক্লেভ(সাউথ),
সেকেন্ড ফ্লোর, ফ্ল্যাট নং–২০৩.
২১ড:এ.এন.পাল লেন,
বালি:হাওড়া। পিন–৭১১২০১.
মোবাইল নং ―৯৬৭৪৬৭২১৭৭.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন