Featured Post

কবিতা ।। ঘরে ফেরা ।। বিপ্লব নসিপুরী

ঘরে ফেরা বিপ্লব নসিপুরী  বাতাসের গায়ে তাপের ছোঁয়া  রঙের তুলি শাখে বিষাদ মনে বিবাগী ঢেউ আছড়ে পড়ে ক্ষোভে।  নয়ন তীরে অশ্রুনদী  দুকূল ভাঙে স্রোতে ভিটে মাটি দোর কেড়েছে গোটা পরিবার কাঁধে। আকাশটা আজ ছাদ হয়েছে মাটির স্নেহ ঘর পরিচয়হীন মানুষের দল সবার একই স্বর। বছর শেষে নতুন বছর দিচ্ছে হাতছানি  ক্ষোভের বাষ্প বিষাদ কষ্ট  উবে যাবে কী জানি? অসম্মানের বিষফলা তীর বিঁধেছে ওদের বুকে এমন মলম কোথায় আছে স্বস্তি দেবে প্রাণে। হারিয়ে সবই খড়কুটো দেহ বইছে সময় নীরে নতুন বছর নতুন বাতাস আনুক ফিরে তীরে।  ************* বিপ্লব নসিপুরী  গ্রাম পোস্ট শীতলগ্রাম জেলা বীরভূম  পিন-৭৩১২৩৭ 

কবিতা ।। কান্তিলাল দাস

অবিভাজ্য 


লুকোতে চাইলে এটা-ওটার বাহানায়
কী যেন ! কী যেন !
সবার মধ্যে, সভার মধ্যে থেকেও যেন
নির্জন দ্বীপে ইতিউতি
ধরা পড়তে পড়তেও বুঝতে দিচ্ছ না একান্ত নিজস্ব !

থাক থাক, ও তোমারই থাক
সুখগন্ধী কিছু নিবিষ্ট স্পর্শ আর অস্পষ্ট কথামালা
চৈত্ররজনী তোমার, তোমার মাঘশীত জুড়ে থাক একান্ত বিশ্বস্ত
লুকানো অপার্থিব কিছু, কাড়তে যাবনা !

আসলে এমন আমারও হয়
তখন একলা থাকতে ইচ্ছা হয় বড়
একা কোনো ঘটনার পুননির্মাণে
নির্বিঘ্ন প্রয়াস যেন হাওয়ায় ওড়ায় !

অনন্ত মহাকাশে দিকসন্ধানী আমি
ভেসে যাই কোনো কৃষ্ণগহ্বরকে পাশে রেখে
একটা ছায়াছায়া পথ
চলছি তো চলছিই শেষ নেই যেন !

আমাকে তুমিও চেনো, তোমাকে আমিও
তবু দেখো যে যার সে তার
রেখে দিই মুগ্ধ কিছু প্রেমবহির্ভূত
চিরকাল গোপন সিন্ধুকে !

সব দিই, সব দাও, তবু কিছু থেকে যায় বাকি
অবিভাজ্য মানি এ যে
তুমি আমি কেউ একে বলি না চালাকি।

..........

কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
সিঙ্গুর, হুগলি
মোঃ- ৮৭৭৭৬৩৯৭৭০

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল