Featured Post

ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস

নতুন বছর জয়দেব দাস আর কটা দিন পরেই দেখো           বছর ভ্যানিশ হলে, হুশ করে এক নতুন বছর           আসবে হঠাৎ চলে। কেউ কি তাহার হদিশ পাবে           কোন সাগরের পারে, এই বছরটা থাকবে কোথায়?          কোন ইতিহাস ধারে।  একেই বলে ভেল্কি বাজি          জাদুর খেলা বটে, নতুন বছর নতুন হয়ে        আসবে মাঠে ঘাটে।  আসবে ফিরে সেই ঋতু সব      আসবে ফিরে মাস গুলা, শুকনো পাতা ঝরবে ফিরে       ফুটবে পুনঃ ফুল গোলা। গাইবে পাখি, মিলবে ডানা,      বাঁধবে বাসা গাছ ডালে। বছর যাবে আটকাবে কে,      যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।

কবিতা ।। ইউসুফ মোল্লা

শব্দগুলো ভাঙতে শেখো


জলকে ভেঙে যে অক্সিজেন পাবো, 
ওটার সাথে মিশিয়ে দেবো আমার প্রশ্বাস। 
তুমি সমুদ্রের তলদেশের রাজকন্যা হবে, 
আমি ডুবুরি হয়ে তোমার খোঁজ করবো। 
শুঁয়োপোকার গায়ে হুলি মাখিয়ে প্রজাপতি বানাতে চাই, 
তোমাকে উপহার দেবো বলে। 
শব্দে-বাক্যে মুখরিত হয়ে থাকবে তোমার গান। 

পৃথিবীর আদি রহস্য জানো তো, 
আগুন; যে আগুন তোমার বুকে। 
গিরগিটির মতো শক্ত করে আঁকড়ে ধরো দেয়ালকে, 
যে দেয়াল তোমাকে সামনে এগিয়ে দেবে। 
একটা করে আঙুল ধরো, পাঁজর শক্ত হবে। 
শব্দগুলো ভাঙতে শেখো, কাব্য হয়ে যাবে। 

                 _________

আমার ঈশ্বর! 



আকাশ থেকে কখনও পৃথিবীকে দেখেছো? 
যেভাবে দেখে আমার ঈশ্বর।
মাটি ফুঁড়ে যে বীজ বের হয়, 
তাকে কখনও আপন করেছো? 
যেভাবে আপন করে আমার ঈশ্বর। 
সদ্যোজাত সন্তানকে কখনও আদর করেছো? 
যেভাবে আদর করে আমার ঈশ্বর। 
ফুল ফোটার শব্দে কখনও ঘুম ভেঙেছিল? 
যেভাবে ঘুম ভাঙায় আমার ঈশ্বর। 
বৃষ্টির ফোটা আর শিশির বিন্দুদের কখনও প্রশ্ন করেছিলে? 
যেভাবে প্রশ্ন করো আমার ঈশ্বরের। 

সবকিছু প্রশ্নচিহ্ন হয়ে থাক, 
আর বাকি থাকুক আমার ঈশ্বর। 

                ___________

ঠিকানা: ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, ভারত, ৭৪৩৩২৯
ফোন:(+91) 7908778177
হোয়াটসঅ্যাপ- (+91) 8436871092

প্রিয় সম্পাদক, 
কেমন আছেন, আশা করছি ভালো আছেন। আপনার পত্রিকার জন্য একটি কবিতা পাঠালাম, যদি প্রকাশযোগ্য মনে হয়, তাহলে প্রকাশ করার আবেদন রইল। 
পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি!

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল