Featured Post

ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস

নতুন বছর জয়দেব দাস আর কটা দিন পরেই দেখো           বছর ভ্যানিশ হলে, হুশ করে এক নতুন বছর           আসবে হঠাৎ চলে। কেউ কি তাহার হদিশ পাবে           কোন সাগরের পারে, এই বছরটা থাকবে কোথায়?          কোন ইতিহাস ধারে।  একেই বলে ভেল্কি বাজি          জাদুর খেলা বটে, নতুন বছর নতুন হয়ে        আসবে মাঠে ঘাটে।  আসবে ফিরে সেই ঋতু সব      আসবে ফিরে মাস গুলা, শুকনো পাতা ঝরবে ফিরে       ফুটবে পুনঃ ফুল গোলা। গাইবে পাখি, মিলবে ডানা,      বাঁধবে বাসা গাছ ডালে। বছর যাবে আটকাবে কে,      যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।

রবীন বসুর কবিতা

হারিয়ে গেলেন জীবনানন্দ দাশ



এই দেখুন, বলতে ভুলে গেছি। কাল সন্ধ্যায় রাসবিহারী

মোড় থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হেঁটে আসছিলাম।

আমার সঙ্গী কে ছিল জানেন? ওই যে--

'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা'।


ম্লান মুখ নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাসবিহারী মোড়ে কল্যাণদার বুকস্টলের এক কোণে ; ভাসা ভাসা চোখে দেখছিলেন

পত্র-পত্রিকা, পুরনো বই, নতুন বই, অক্ষরের সজ্জাবিন্যাস--

করোনা-আক্রান্ত দিন কেমন ফাঁকা ফাঁকা, নিজের মধ্যে

নিজে মুখ গুঁজে নিঃসাড়ে আছে ;আমি পায়ে পায়ে পাশে

গিয়ে দাঁড়াই, নিঃশব্দে। তিনি দেখছেন, তিনি দেখছেন না।

তবু যেন বড়ই অস্থির। রামকৃষ্ণের ভাবসমাধি হত ; আর

এই কবি কি ভাব-সমাহিত। একটা পত্রিকা হাতে নিলেন,

অন্য হাতে আমাকে খামচে ধরলেন। 'দেখ, দেখ ! আমার

নামে পত্রিকা ! আমার নামে ! আমি তো দূরতর দ্বীপ !

ঘাড়ভাঙা মেঠো ইঁদুর ! শিশিরের জল ! লাশকাটা ঘরে

শুয়ে আছি টেবিলের পরে ! চল চল, তোমাকে পার্কে নিয়ে

যাবো। সবুজ ঘাস, নীলাভ অন্ধকার, রুপোলি জ্যোৎস্না

আর অনন্ত নক্ষত্রবীথি…  দেখাব তোমাকে, দেখবো…


আমি এক মর্বিড আত্মমগ্ন চেতনায় আচ্ছন্ন হয়ে তাঁর 

পাশেপাশে হাঁটতে লাগলাম। মাদকের মত একটা ঘোর।

রবীন্দ্র-পরবর্তীর সবচাইতে উজ্জ্বল নতুন এই নক্ষত্র

আমার স্পর্শে, আমার পাশে। আমার সমস্ত অনুভূতি

জুড়ে একটা ট্রামের ঘন্টাধ্বনি বেজে উঠলো, একটা

অবরুদ্ধ যন্ত্রণা…আলোকিত উদ্ভাস নয়, রহস্যময় সন্ধ্যা...

নক্ষত্রের গান শুরু হবে একটু পরে।

তিমির বিনাশী হাওয়া নীল পৃথিবীকে ঘিরে ধরবে।


আর ঠিক তখনই আচম্বিতে আমার হাত ছেড়ে

ট্রামলাইন পেরিয়ে ময়লা পোশাক পরা ম্লানমুখ

আমাদের কবি জীবনানন্দ দাশ,

আবছা কুয়াশার অনন্ত মায়াময়তার মধ্যে হারিয়ে গেলেন…


-------------------------

রবীন বসু

১৮৯/৯, কসবা রোড, কলকাতা-৭০০০৪২

ফোন: ৯৪৩৩৫৫২৪২১ হোয়াটসঅ্যাপ: ৮০১৭১৩৫৪৮৫

e-mail : rabindranathbasu616@gmail.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল