Featured Post

ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস

নতুন বছর জয়দেব দাস আর কটা দিন পরেই দেখো           বছর ভ্যানিশ হলে, হুশ করে এক নতুন বছর           আসবে হঠাৎ চলে। কেউ কি তাহার হদিশ পাবে           কোন সাগরের পারে, এই বছরটা থাকবে কোথায়?          কোন ইতিহাস ধারে।  একেই বলে ভেল্কি বাজি          জাদুর খেলা বটে, নতুন বছর নতুন হয়ে        আসবে মাঠে ঘাটে।  আসবে ফিরে সেই ঋতু সব      আসবে ফিরে মাস গুলা, শুকনো পাতা ঝরবে ফিরে       ফুটবে পুনঃ ফুল গোলা। গাইবে পাখি, মিলবে ডানা,      বাঁধবে বাসা গাছ ডালে। বছর যাবে আটকাবে কে,      যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।

কবিতা ।। শেলী ভট্টাচার্য

শারদ প্রেম


কথা হয়েছিল, অষ্টমীতেই সামনাসামনি হব,
দূরত্ব ঘুচে ঘনত্বে হারিয়ে সুখ পাবো নব নব।

ট্রেনে বাসে চেপে উত্তাপ আবেগে ছুটে এসে থেমে দেখি
কাজল কালো হরিনী নয়নে তাকিয়ে রয়েছে সেকি!

এগিয়ে গেলাম অদৃশ্য টানে, আকণ্ঠ পিপাসায় 
স্বর্গীয় প্রেম আকাশ হতে বৃষ্টি সুখ ছড়ায়। 

ছোট্ট টিপ, অবনত চোখ, লজ্জাঘন মুখ
ভিজছে বিনুনি, কান পেতে শুনি, নিঃশ্বাস ঘেরা সুখ।

ভীষণ আড়ষ্ট, সৌজন্যবোধ, মধ্যবিত্ত দ্বিধা
বেপরোয়া প্রেমে ঘূর্ণির স্রোত, মনেতে মিলন খিদা। 

বর্ষা বুঝিবা ঘন হয়ে রচে গভীর ষড়যন্ত্র 
সমারোহ হীন প্রেমের যজ্ঞে, হৃদয় পড়ে মন্ত্র।

সহসা তখনি হাত ধরো তুমি, চেনাও সমর্পণ
আমি বেসামাল, প্রেম সম্পদে প্লাবিত হৃদয় মন।

হাতদুটো ধরি, বিশ্বাস করি, মেলাতে চাই ছন্দ
ভেজা স্পর্শতে বিদ্যুৎ খেলে, কাটে স্বপ্ন দ্বন্দ্ব। 

মনে ডাক দেয় উন্মত্ত সুখ, মিলন সর্বনাশ 
ক্ষণিকের এই সময় গড়ে মস্ত উপন্যাস।

হলুদ আঁচল পাঞ্জাবিতে খোঁজে নিবিড় গন্ধ
মনে হয় রই এমন করেই, যা হোক ভালোমন্দ।

দিশাহারা হই, উপহার দিতে, হেঁটে চলি অলিগলি
সবটুকু প্রেম সঁপে দিতে খুঁজি ... শরতের শিউলি।'

-------------------

শেলী ভট্টাচার্য
৪২, আদর্শপল্লী,  বিরাটি,  কলকাতা - ৭০০০৫১

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল