Featured Post
কবিতা ।। তফাৎ যাও ... ।। প্রবীর কুমার চৌধুরী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তফাৎ যাও ...
প্রবীর কুমার চৌধুরী
এখন দীর্ঘশ্বাস পড়ছে শতাব্দীর গায়ে
সেঁটে আছে কপালে নিয়তির তিলক জলছবি তুলছে নিরুপায় জীবন।
মুখে নত, বিন্দু, বিন্দু মায়াময় ক্ষয়িষ্ণু অপরাহ্ন --
পথের ক্লান্তি নিয়েছে সর্বশক্তি।
ব্যর্থতায় ধুঁকছে শেষবেলায় সাহারায়
সেখানেই অর্জিত নিঃসম্বল মাত্র সাড়ে তিনহাত জমি।
তুমি কি দেখেছো, অনুভব করেছো কখনো অতৃপ্তির যন্ত্রণা?
আশ্লেষে কেউ, কেউ ভ্রূণ করে নষ্ট দুর্বিনীত যৌবন সুখের তাড়নায়।
জতুগৃহ গড়ে খোঁজে পঞ্চপাণ্ডবের অস্তি
সেখানেই অস্তিভস্ম মেলে অগুনতি নিরীহের ।
অন্তরের গহীনে খেলা করে কালনাগিনী
অপেক্ষায় ধরে রাখে বিষধর ফনা -- প্রতিশ্রুতির বাতিঘরে।
দংশন জ্বালায় জ্বলছে বুকের জরুল চিহ্ন
সেও তো এক অনিবার্য আকিবুঁকির ইতিহাস
মুখোশ এঁটে ঘুরে, ঘুরে মরছে মাগ্গিভাতার স্বপ্ন।
তার চেয়ে এস জীবন খাতায় কিসসা লিখি
রাজপথের কংক্রিটে শুয়ে আছেন হতভাগ্য অবসর --
ডেকে তুলি, প্রতিজ্ঞা করাই পদে, পদে হোক পদার্পন --
মৃত্যু হোক নির্দ্বিধায় আলিঙ্গন
ধুয়ে,মুছে যাক পেটমোটা খামের পড়ার স্বপ্ন।
"তফাৎ যাও"... মুড়ে রেখেছে সমস্যা সমুদ্রে রঙিন স্বপ্ন
আর হবে না সচল, বাহুবলির হাতের মুঠোয় তাজা হৃদ্পিণ্ড।
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা
নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন। (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।) কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।
আমাদের গুগুল পে / ফোন পে
নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬। প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।
মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:
https://notionpress.com/read/nabapravat-utsab-2023
==================
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন