প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

মুদ্রিত নবপ্রভাতের প্রথম প্রকাশ ১৯৯৪ সালের শারদীয়ায়। সেই হিসেবে নবপ্রভাত ৩০ বছরে পা রাখল। আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে ৩০ বছর পূর্তি অনুষ্ঠান হবে। এখন থেকে আগামী পুজো পর্যন্ত এক বছর ধরে চলবে আমাদের নানারকম পরিকল্পিত কর্মসূচি।
যেমন-- এক. গ্রন্থ প্রকাশ
নবপ্রভাতের প্রকাশনায় প্রকাশিত হবে একাধিক একক গ্রন্থ এবং যৌথ গ্রন্থ। নবপ্রভাতের মুদ্রিত সংখ্যাগুলিতে প্রকাশিত প্রবন্ধ গল্প কবিতা ছড়াগুলো থেকে বাছাই করে নির্বাচিত প্রবন্ধ সংকলন, গল্প সংকলন, কবিতা সংকলন, ছড়া সংকলন প্রকাশিত হবে। পাশাপাশি নতুন যৌথ সংকলনও প্রকাশিত হবে। এছাড়া নবপ্রভাত মাসিক ওয়েবজিন এবং আমাদের অন্যান্য মাসিক ওয়েব-প্রকাশনা কিশলয় বা কথাকাহিনিতে প্রকাশিত লেখাগুলি থেকে নির্বাচিত লেখা নিয়ে পৃথক পৃথক সংকলন প্রকাশ করার ইচ্ছেও আছে আমাদের।
কেউ যদি নবপ্রভাত প্রকাশনা থেকে নিজস্ব গ্রন্থ প্রকাশ করতে চান, তাহলে তারা পাণ্ডুলিপি পাঠাতে পারেন। মেলেই পাঠাতে হবে। নির্বাচিত পাণ্ডুলিপির ক্ষেত্রে শুধুমাত্র ছাপার খরচেই আমরা বই করে দেব। নবপ্রভাতের প্রকাশনা থেকে বই বের হচ্ছে শুধুমাত্র সেই স্বার্থেই আমরা কম্পোজ বা বই প্রস্তুত করার কোন পারিশ্রমিক নেব না। আমাদের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে বইগুলি প্রকাশিত হবে। আমাজন ও ফ্লিপকার্টে যাতে বইগুলি পাওয়া যায় সে ব্যবস্থাও আমরা করে দেব। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
দুই. সম্মাননা প্রদান
গত রজতজয়ন্তী বর্ষের মতো এই ৩০ বছর পূর্তিতেও আমরা বেশ কিছু গ্রন্থ ও পত্রিকাকে সম্মান জানাতে চাই। ২০১৯ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত প্রকাশিত গ্রন্থ/পত্রিকা আহুত হবে। লেখক, প্রকাশক, সম্পাদক যে কেউ পাঠাতে পারবেন। বইয়ের সঙ্গে পাঠাতে হবে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি। পত্রিকা ক্ষেত্রে সঙ্গে দিতে হবে পত্রিকার প্রকাশনার ইতিহাস। ২০২৪-এর ৩০ এপ্রিল পর্যন্ত যে যে বই ও পত্রপত্রিকা আমাদের দপ্তরে পৌঁছাবে সেগুলো থেকে কিছু গ্রন্থকে নির্বাচন করে আগামী অনুষ্ঠানে গ্রন্থকারদের আমরা সম্মানিত করব।
আরও কর্মসূচি ক্রমশ প্রকাশ্য।
যাঁরা এতদিন আমাদের পাশে ছিলেন, এখনও আছেন, তাঁদের সকলকে সঙ্গে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কোন উদ্যোগই সফল হবে না। সব বিষয়েই আপনাদের মুল্যবান মতামত পরামর্শ চাই।
এই সংখ্যাটি কেমন হল অকপট পাঠ-প্রতিক্রিয়ায় জানান।
উৎসবমুখর দিনগুলি সকলের আনন্দে কাটুক। শুভেচ্ছা রইল।
নিরাশাহরণ নস্কর
১লা কার্তিক ১৪৩০
সেদিনের মাস্টারমশাইরা।। দিশারী মুখোপাধ্যায়
রোবটের হৃদয়প্রাপ্তি ।। প্রণব কুমারচক্রবর্তী
নরকের দরজা খোলা।। নিনিয়া সুকথা
![]() |
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন