কবিতা ।। এ কার আগমনী ।। বিবেক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 18, 2023

কবিতা ।। এ কার আগমনী ।। বিবেক পাল

 

 

এ কার আগমনী

বিবেক পাল 

 

শীত এখনো বহুদূর --

শিশিরের নিবিড় আলিঙ্গনে 

কাশবন ভরে গেছে ফুলে ফুলে।

 

বর্ষার মেঘ উড়ে যায়--

নতুন ঠিকানায়; ঝলমলে মিঠে রোদ,

বাতাসে বেড়ায় ভেসে সুর আগমনীর।

 

নিশীথে ফোটে শাপলা শালুক শিউলি 

পাখিদের কলতানে আঁধারের আঁচল সরিয়ে,

"চির নতুন হয়েও অচিন / এ কার আগমনী।"

 

আনমনা বাতাসে সহসা বজ্র ধ্বনি --

শুনি, আবেগী প্রাণ ছুটছে 

ব্যভিচারের বিরুদ্ধে, সন্মুখ সমরে।

 

দুরাচারে ভরে আছে চারিধার

শিশিরের জলে ধুয়ে যায় না এই সন্তাপ

মৃন্ময়ী মাতা চিন্ময়ী হবে কি তুমি?

 

    বিবেক পাল
২৯/ জীবনানন্দ দাশ সরণী
রবীন্দ্র নগর , শিলিগুড়ি
জেলা ----দার্জিলিং। পশ্চিমবঙ্গ  (ভারত)

 

মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ


মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা

নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন।  (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।)  কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন।  আগ্রহীরা সংগ্রহ করতে পারেন। 

যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।

 আমাদের গুগুল পে / ফোন পে নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬।  প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।

মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:  

https://notionpress.com/read/nabapravat-utsab-2023

 

==================

 

এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন




 

No comments:

Post a Comment