Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

অ ণু গ ল্প ।। ঝড়ের রাতে তোমার অভিসার ।। সুস্মিতা পাল

 

 

অ ণু গ ল্প

ঝড়ের রাতে তোমার অভিসার

সুস্মিতা পাল

   

মতিমাসির যা বাজখাঁই গলা-- বাবা রে বাবা। চমকে গিয়ে আমি একটা বিষম খেয়ে বসলাম। আসলে আমার যেমন স্বভাব, পড়া ভুলে জানালা দিয়ে চড়ুইগুলোর কিচিরমিচির দু'চোখ আর দু'কান ভরে  দেখাশোনা চলছিল। মতিমাসি কলতলায় মাছ কুটতে বসেছে বোধহয়, বিড়ালটাকে দেখে এমন একটা  চিৎকার দিল, সে তো পাঁচিল থেকে দিল লাফ। সবকটা চড়ুই ঝটপট ডানা মেলে উড়ে পালাল। কেন জানি না, আমার দুম করে মলি আন্টির কথা মনে এল আর আমি ফিক করে হেসে ফেললাম। ক্লাসে আমরাও ঠিক চড়ুইদের মতোই কিচিরমিচির করে গল্প করি আর মলি আন্টিকে ক্লাসরুমের দরজার বাইরে করিডরে দেখা গেলেই সব্বাই দুদ্দাড় নিজের বেঞ্চে, পিনড্রপ সাইলেন্স।

আমাদের সাগরদহ উচ্চ বালিকা বিদ্যালয়ে অঙ্ক করান মলি আন্টি। এত গম্ভীর যে আমরা হেডদিদিমণির থেকেও বেশি ভয় পাই। মড়ার উপর খাঁড়ার ঘা, বাবা এবার রেজাল্ট দেখে  মলিআন্টিকে বারবার অনুরোধ করে রাজি করিয়েছেন যাতে আমাকে অঙ্কটা একটু দেখিয়ে দেন। দুদিন গিয়েছি, কি ভালো করে বুঝিয়ে দেন, তবু কেন যে এত বুক দুরদুর করে কে জানে! আন্টির চোখদুটো কি টানাটানা, দেখতেও ভারি মিষ্টি, তবু কেন যে এত গম্ভীর।

বিকেলে মেঘের হাঁকডাক শোনা গেলেও পাত্তা দিইনি। সামনেই ক্লাস নাইনের হাফ-ইয়ার্লি, মাও তাই বারণ করে নি। আমি আবার আজ নীল সালোয়ার পরেছি। "চলে নীল শাড়ি নিঙারি নিঙারি পরান সহিত মোর" লাইনটা মনে পড়ে গেল। বৃন্দাআন্টি কি সুন্দর করে 'পূর্বরাগ' পদটি ক্লাসে বুঝিয়েছিলেন। প্রথমে তো সবাই ঠোঁট টিপে হাসছিল, তারপর যেন বুঁদ হয়ে শুনছিলাম রাধার অভিসার যাত্রার বর্ণনা। এ যেন চেনাজানা প্রেমের কথা নয়, কি এক গভীর ভালোবাসা । হৃদয়ে যাকে ধারণ করে মানুষ নির্জন, একাকী।

মলিআন্টির বাড়ির সামনে পৌঁছতে না পৌঁছতেই জোরে ঝাপটা লাগল, ঝড়টা হুড়মুড় করে এসেই পড়ল। দৌড়ে যখন ভেতরে ঢুকলাম, দেখি দরজার সামনে শিউলিদি, আন্টির সঙ্গেই থাকে, সব কাজ করে দেয়। "যাও ওপরে, দিদি পড়ার ঘরেই আছে।" সিঁড়ি দিয়ে উঠে ছাদের ঘরের সামনে যেতেই গানের সুরটা কানে এল--

"সব যে হয়ে গেল কালো নিভে গেল দীপের আলো

       আকাশ পানে হাত বাড়ালেম কাহার তরে।

          ...............     ................      .............

          যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

          জানি নাই তো তুমি এলে আমার ঘরে।"

তখন দুএক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে, তবু মলিআন্টির গাল বেয়ে যে জলের ধারা গড়িয়ে নামছিল, তা যে সুন্দর চোখদুটো থেকেই সেটা বুঝতে আমার ভুল হয়নি। কি নরম, কি সুদূর মনে হল আন্টিকে। বুকের মধ্যে কেমন যেন কষ্ট হচ্ছিল, আমি যেন কাকে পেয়েও হারিয়ে ফেলেছি। পদাবলীর রাধার মতো আন্টিও যেন ঝড়জলের মধ্যে দিয়ে গানের সুরে ভেসে ভেসে অভিসারে চলেছেন। বাইরে অন্ধকার, খোলা ছাদে দাঁড়ানো দিদিমণি আর সিঁড়ির প্রান্তে আমি গহন আঁধারে ঝড়ের রাতে  প্রিয়ের কাছে পৌঁছনোর পথ খুঁজে চলছিলাম।


                       ---------*---------
 
 
 
 
সুস্মিতা পাল
34, আর্য্য বিদ্যালয় রোড 
কোলকাতা-৭৮

 

মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ


মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা

নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন।  (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।)  কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন।  আগ্রহীরা সংগ্রহ করতে পারেন। 

যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।

 আমাদের গুগুল পে / ফোন পে নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬।  প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।

মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:  

https://notionpress.com/read/nabapravat-utsab-2023

 

 

==================

 

এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন




 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত