Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

ছো ট গ ল্প ।। মিলন ।। উত্তম চক্রবর্তী

 


ছো ট গ ল্প

মিলন

উত্তম চক্রবর্তী

 

জলঙ্গির পরান মণ্ডলের বড় মেয়ে নন্দা মাত্র টেন ক্লাস পাশপরানকে ওর  স্ত্রী এক রাতে জানায় মেয়ে নাকি পাশের পাড়ার একটা অল্প বয়সী ছেলের সাথে প্রেম করছেপান থেকে চুন খসলে যেমন বয়স্ক মানুষরা রেগে যান, সতের বছরের মেয়ে এখনই প্রেমে পড়েছে শুনে পরানও সেরকম রেগে আগুন হয়ে গেলকিন্তু ওর বৌ কল্পনা খুব চালাক চতুর মহিলাজানে এরপর আরেকটা মেয়ে আছে ওদের, কয়েক বছর পরে তাকেও বিয়ে দিতে হবেপরান একটা ছোট মুদির দোকান চালায়ওদিকে মেয়ে যেই ছেলেটাকে ভালোবাসে সে নাকি একটা টোটোর মালিকযদিও নিমাই ঘোষ নামের ছেলেটি নাকি ওর বাপ মায়ের পালিত সন্তানকল্পনা তার স্বামীকে বোঝায়, ‘ছেলের বাপ যদি রাজি থাকে তাহলে এখানেই বিয়ে দিয়ে দাওশুধু একটাই শর্ত যে আমরা ওকে দু গাছা চুড়ি ছাড়া আর কিছুই দিতে পারব না

পরান চিন্তা করে মনে মনে বৌয়ের বুদ্ধির খুব প্রশংসা করে মেনে নিলো মেয়ের পছন্দনিমাইয়ের বাবা মধুসূদন ঘোষের বাড়িতে গিয়ে তার ছেলের সাথে মেয়ের বিয়ের প্রস্তাব দিলোমধুসূদন ঘোষ নিরিহ মানুষ, গ্রামের পোস্ট অফিসে সাধারন চাকরি করেএকবার বৌকে নিয়ে নবদ্বীপে বেড়াতে গিয়ে শান্তিপুর রেল স্টেশনে পেয়েছিল এই ছেলেটাকেনিমাইয়ের বয়স তখন মাত্র আটষ্টেশনের একটা বেঞ্চে বসে একা একা কান্না কাটি করছিল নিমাইওর সুন্দর নাদুস নুদুস চেহারা দেখে নিঃসন্তান মধুসূদন ঘোষ ও তার স্ত্রীর খুব দয়া হয়ও ওর বাবা মাকে মেলায় হারিয়ে ফেলেছে শুনে ছেলেটাকে ওরা জলঙ্গিতে নিয়ে এসে ওকে লালন পালন করে বড় করে তোলে, ওর নাম দেয় নিমাই

নিমাইয়ের কথায় একটা জড়তা আছেউনিশ বছর বয়সে ও হায়ার সেকেন্ডারি পাশ করবার পর মধুসূদন নিমাইকে একটা টোটো কিনে দেয় যাতে কথার জড়তা নিয়ে ও চাকরির পিছনে না দৌড়ে নিজেই দু পয়সা রোজগার করতে পারেএখন নিমাইয়ের বয়স কুড়ি পরান মণ্ডলের মেয়ে এবং  নিমাই দুজন দুজনকে ভালবাসে শুনে মধুসূদন ঘোষ তার ছেলের  সাথে পরানের মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলঠিক হল সামনের শীতে ভাল তারিখ দেখে উনি ছেলের বন্ধু বান্ধবদের বরযাত্রী নিয়ে পরানের বাড়িতে যাবেন ওর মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিতে

এর কয়েকদিন পরেই পরান মণ্ডল রেজিস্ট্রি অফিসে গিয়ে জানতে পারল যে ছেলে ও মেয়ে দুজনের আধার কার্ড দরকার রেজিস্ট্রি করবার জন্যবাড়ি ফেরার সময় পরান মধুসূদন ঘোষকে পোস্ট অফিসে গিয়ে জানাল কথাটাপরদিন যেহেতু লোকটার অফিস আছে পরান হবু বেয়াইকে বলল ও নিজেই নিমাইকে আধার কার্ড করাতে সদরে নিয়ে যাবে বেলা সাড়ে দশটার সময়সেইমত পরদিন হবু জামাইকে সাথে নিয়ে পরান মণ্ডল হাজির হয় আধার কার্ড করবার অফিসে

আধার কার্ডের ফর্মে নিমাই ঘোষ, বাবা মধুসূদন ঘোষ এবং ঠিকানা লিখে জমা করবার পর যখন একজন স্টাফ নিমাইকে ওর বায়োমেট্রিক ডাটা আপ লোড করবার জন্য ওর হাতের আঙ্গুল আর চোখের ছবি তুলতে যায় তখন দেখা যায় এই ছালেটির ইতিমধ্যে একটা আধার কার্ড আছেআধারের সাইটে ওর বায়োমেট্রিক ডাটা দেখাচ্ছে যে নিমাইয়ে নাম আসলে নঈম আহমেদ, বাড়ি বহরমপুর জেলার গজধরপুর এলাকায়। ওর বাবার নাম রহীম আহমেদ। একই লোকের দুবার আধার কার্ড করা যাবে না।

মাথায় বাজ ভেঙে পড়লেও বোধহয় এতোটা চমকে যেতনা পরান মণ্ডল। নিমাইকে আপাদ মস্তক দেখে নিয়ে ওকে নিয়ে ফিরে আসে মধুসূদন ঘোষের কাছে পোস্ট অফিসে। নিমাইয়ের চোখ মুখ দেখে আর সাথে পরান মণ্ডল আবার এসেছে দেখেই মধুসূদন ঘোষ বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়ইহাতের কাজ ফেলে পোস্ট অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসে মধুসূদন ঘোষ। জিজ্ঞাসা করে, ‘কী হয়েছে ? আধার কার্ড হয়নি তোর ? কী হয়েছে পরান বাবু ? আপনাকে এতো উদ্বিগ্ন দেখাচ্ছে কেন ? ওরা কি আধার কার্ড করবার জন্য টাকা পয়সা চাইছে নাকি ? আপনি বলুন তাহলে আমি এম এল এ সাহেবের কাছে নিয়ে যাব নিমাইকে। দেখি কে আটকায় ?’   

পরান মণ্ডল গম্ভীর ভাবে বলে ওঠে,’ আরে মশাই টাকা পয়সা চায়নি কেউ। আপনার ছেলে এই নিমাই তো একজন মুসলমান, আধার পোর্টাল তো তাই দেখাচ্ছেওর আসল নাম নঈম আহমেদ, বাড়ি বহরমপুরে গজধরপুর এলাকায়। এই তো আমি ওর বাবার নাম ঠিকানা সব লিখে এনেছি। এই যে নিন, এবার বলুন কী করবেন ? আমি এখুনি বাড়িতে গিয়ে সব জানাচ্ছি নন্দার মাকে। দেখি ও কী বলে।‘ বলেই জামার পকেট থেকে একটা কাগজ বের করে নিমাইয়ের বর্তমান বাবা মধুসূদন ঘোষের হাতে সেটা গুঁজে দিয়ে হনহন করে চলে গেল পরান মণ্ডল। মধুসূদন মণ্ডল আর নিমাই হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে।

নিমাই যে একটা মুসলমান ছেলে আর ওর বাবা মায়ের খোঁজ পাওয়া গেছে, শুনেই ভেঙে পড়ল মধুসূদন ঘোষ ও তার স্ত্রী। নিমাই কিন্তু ওর বাড়ির কথা কিছুই মনে করতে পারছিল না। এমনকি সেদিন স্টেশনে ওকে জিজ্ঞাসা করাতে নিমাই মধুসূদন বাবুকেও ঠিকানা কিছুই বলতে পারে নিশুধু জড়ানো ভাষায় বলেছিল ওর নাম নঈমমধুসূদন বাবু সেটাই  নিমাই ভেবে ওঁকে এতদিন যাবত নিমাই বলেই ডাকেন সেই থেকে এই ঘোষ পরিবারই নিমাইয়ের পরিবার। স্ত্রী ভীষণ ভেঙে পড়েছে আর কাণ্ণাকাটি করছে দেখেও পরদিন সকালে নিমাইকে সাথে নিয়ে গজধরপুরের ঠিকানায় ওর নিজের বাবা মায়ের কাছে নিয়ে গেল মধুসূদন ঘোষ।

বেলা বারোটা নাগাদ ওরা পৌছে যায় রহীম মিয়াঁর বাড়ি রহীম আহমেদ পেশায় একজন টেলর, নাম শুনেই ওর বাড়ি দেখিয়ে দিয়েছিল কয়েকজন। পুরানো ভাঙ্গাচোড়া একটা পাকা দালান। সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে আওয়াজ দিতেই রহীম আহমেদ ঘর থেকে বেরিয়ে আসেঅচেনা একটা লোকের সাথে একটা যুবককে দেখে জিজ্ঞাসা করল,’ কাকে চাই আপনাদের ?’

নিমাই যখন ওর আসল বাড়ির চারিদিকে তাকিয়ে দেখে ওর ছোটবেলার কথা মনে করবার চেষ্টা করছে তখন মধুসূদন ঘোষ রহীমের দিকে তাকিয়ে বলে, ‘ আস্লাম আইলিকুম রহীম ভাই। আমি জলঙ্গি থেকে আসছি। নাম মধুসূদন ঘোষ। আপনি আমাকে চিনবেন না। শুধু বলুন  আপনার কোন ছেলে কি হারিয়ে গেছিল শান্তিপুরের কোন মেলায়, মনে পড়ছে কিছু ?’

পঞ্চাশোর্ধ রহীম আহমেদ চমকে উঠে এবার ভালো করে তাকাল নিমাইয়ের দিকে। ওর দিকে তাকিয়েই বললেন, ‘হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছিলাম। এই তো আমার নঈমআমরা একটা নিকাহর দাওয়াতে শান্তিপুরে গিয়ে ওখান থেকে ফেরবার সময় রাস্তায় একটা মেলাতে আমার এই বড় ছেলে  নঈমকে হারিয়ে অনেক খোঁজা খুজি করে ওকে না পেয়ে ফিরে আসি। আরে ও নঈকা আম্মি, বাহার আকে দেখো কউন আয়া।’  বলে ভিতর দিকে মুখে করে একটা হাক ছাড়লেন রহীম আহমেদ। এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রেখে আবার বললেন, ‘কিত্না বড়া হো গায়া হ্যাঁয়রে তু বেটা?’ আবেগে ওর চোখের কোনে জল দেখা গেল।

মধুসূদন ঘোষের কাছে এরপর সমস্ত ঘটনা শুনে, রহীম আর তার স্ত্রী নঈমকে এরা বড় করেছে, ছেলে এখন রোজগার করছে আর একটা হিন্দু মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চলেছে শুনে খুব খুশী হলেননিমাই ওর মায়ের গা ঘেসে বসে শুনছিল সব কথা। ওর নাকি আরেকটা ছোট ভাই আর একটা বোন আছে। ভাই এখন আব্বুর সাথে দোকান সামলাচ্ছে আর বোন হাই স্কুলে পড়ছে। রহীম ছেলের মাথায় আশীর্বাদ করে ওকে আবার জলঙ্গিতে ফিরে গিয়ে ওর পালিত বাবা মায়ের কাছে তাদেরই ছেলে হয়ে বৌ বাচ্চা নিয়ে সংসার করবার পরামর্শ দিলেনবললেন এটাই হয়ত আল্লাহর মর্জি।

মধুসূদন রহীমের এই উদারতায় ওর হাত চেপে ধরে বলল,‘ আমার স্ত্রী সত্যি আপনার এই বদান্যতায় খুব খুশী হবে। আসবার সময় নিমাইকে ধরে খুব কাঁদছিল বেচারি। আপনাকে অনেক ধন্যবাদ।’  কথাটা বলে মধুসূদন ঘোষ মনে মনে ভাবছিল এ যেন সত্যিই শ্রী কৃষ্ণের কাহিনীজন্ম এক মায়ের গর্ভে আর বড় হয়েছে আরেক মায়ের কাছে   

সন্ধ্যায় বাসে চড়ে খুশী মনে নিমাইকে নিয়ে বাড়ি ফিরল মধুসূদন ঘোষ। ভাবতে থাকে এবার পরান মণ্ডলকে বাগে এনে ওদের বিয়েটা যেভাবেই হোক দিতে হবে। ওর একজন মুসলমান বাবা মার সংসারে জন্মের জন্য নিমাই তো আর দায়ী নয়এখন ও এই ঘোষ পরিবারের সদস্যঐ মেয়ের সাথেই ওকে বিয়ে দেব যাতে ওরা দুজন সুখী হয়

 


Uttam Chakraborty.

Bangalore.

 

মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ


মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা

নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন।  (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।)  কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন।  আগ্রহীরা সংগ্রহ করতে পারেন। 

যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।

 আমাদের গুগুল পে / ফোন পে নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬।  প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।

মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:  

https://notionpress.com/read/nabapravat-utsab-2023

 

==================

 

এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন




মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩