প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

নীল আকাশে হাওয়ায় ভাসে সাদা মেঘের দল
রোদের ফাঁকে অকাল বারিষ বন্ধ চলাচল।
কাশের মাথায় জট বেড়ে যায় শিউলি হারায় ঘ্রাণ
বিজলি ধারায় চমকিয়ে যায় শাঁখচিলেদের প্রাণ।
অথৈ জলে ছটফটিয়ে শাপলা মাথা তুলে
ফ্যাকাশ সাদা চোখ মেলে তার মনের দুয়ার খুলে
জানায় অশেষ পরম বেদন শরত মেয়ের কাছে ;
জলঝিঁঝি তার পলকা ডানা সেঁকবে বা কোন আঁচে
পায় না ভেবে কে আর দেবে একটু রোদের ছোঁয়া?
দূরের গাঁয়ের সবুজ নিশান ঢাকছে জলজ-ধোঁয়া।
রূপ হারালো জল-সপসপ মোরগঝুঁটির গাল,
হলুদ গাঁদা টলমলিয়ে সামনে খেয়ে টাল
খুঁজছে বুঝি গন্ধরাজের পাতার আড়াল আজ
অচল সেথায় মৌমাছিরা,মৌ যোগাড়ের কাজ
বন্ধ তাদের; পাশেই কাদের ছোট্টো ডোবার জলে
কয়টা হাঁসে কাটছে সাঁতার গুগলি খোঁজার ছলে।
খেতের আলে দুইটা বকের নড়বড়ানো মাথা
আকাশ পানে তাকিয়ে খোলে জীবন-হিসেব খাতা,
সেথায় এমন জল-ঝরঝর নেইকো হিসেব বেশি
আপন দেশে লাগছে তাদের বড়ই পরদেশী।
বাবলা ডালে মাছরাঙা এক অবাক চোখে চেয়ে
ঝাপটে ডানা চেঁচায় টানা জলের ধারায় নেয়ে।
সবুজ ঘাসে আলতো ভাসে বৃষ্টি ফোঁটার মায়া
তার দু'চোখে শারদ দিনের ফুল ফোটানোর ছায়া
উঠছে নড়ে, কাদায় পড়ে ছটফটানোর ফাঁকে
কাঠবেড়ালির ছোট্টো ছানা খুঁজছে বেবাক মাকে।
এমন ছবির ক্যানভাসেতে অবশ হলে মন
চোখের তারা আলোক হারা হয় যে অনুক্ষণ।
![]() |
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন