Featured Post
অ ণু গ ল্প ।। কৃতজ্ঞতা ।। চৈতি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অ ণু গ ল্প
কৃতজ্ঞতা
চৈতি
ডক্টর সুবীর সান্যাল। বিলেত ফেরত ডাক্তার।
দেশে বিদেশে হাতযশ ভীষণ। সকলেই এক নামে তাকে চেনে। এ হেন ডাক্তারের একদিন মনে হলো আর সে দেশের বাইরে থাকবে না। জীবনের শেষ সময়টা সে তার গ্রামেই বিনা পয়সায় কাজ করবে।
যা ভাবা তাই কাজ। গ্রামে সকলে তো তাকে পারলে মাথায় করে নাচে। এর ঘরের শাক ওর ঘরের সব্জি। তার ঘরের ফল। এসব নিয়ে ব্যাচেলর ডাক্তার সুবীর সান্যালের জীবন বেশ কাটছে।
সপ্তাহে পাঁচ দিন তিনি বিনা পয়সায় গরীবদের চিকিৎসা করেন। আর রবিবার টাকা নিয়ে। আর সেই টাকা তিনি গরীবদের খাওয়ার যোগান দেন।
প্রতিদিন লাইনে দাঁড়ানো থাকে প্রচুর মানুষ।
দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে তার এলাকায় শুধু একবার দেখাবার জন্য। তিনি ওষুধ দেন খুব কম দামের। আর তাতেই রোগ সারে সবার।
একদিন সকলে লাইনে দাঁড়িয়ে আছে একটা কুকুর বারবার সেখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়ছে। আর বার বার সকলে তাকে তাড়িয়ে দিচ্ছে। বাইরে গন্ডগোল দেখে ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসেন। ব্যাপারখানা বোঝার চেষ্টা করেন তিনি।
তার মনে পড়ে যায় আর একদিনের ঘটনার কথা। সেবার গাড়ির চাকায় একটা কুকুরের পা কেটে যায়। তখন তিনি ১২ ক্লাসে পড়েন। তিনি দেখেন পাঁচ ছটা কুকুর কোথা থেকে কলাপাতা এনে তার উপর তাকে রাখে তারপর কলাপাতা দিয়ে আঘাতের জায়গায় বার বার মুছতে থাকে।
তিনি কৌতুহল চেপে রাখতে পারেন না। পরদিন আবার যান আড়াল থেকে কুকুরটাকে দেখবেন বলে। তিনি আশ্চর্য হয়ে যান, যে ওই কুকুরের দল পা কাটা কুকুরটাকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখেছে। পাঁচজন তাকে ঘিরে পাহারা দিচ্ছে। অদ্ভুত ব্যাপার ওই ক্ষতর জায়গাটার উপর একটা প্রলেপ পড়েছে। আর ক্ষতটা সেরে উঠেছে।
সেদিন মনে মনে ভেবেছিলেন আমরা মানুষরা নিজেদের জ্ঞানী বলে অহংকার করি কিন্তু ওদের জ্ঞান নেহাত কম নয়। ওই কলাপাতার ভেতর আছে লিগনিন, প্রোটিন, হেমিসেলুলোজ, অ্যালোয়েনটাইন
যা শরীরকে রোগমুক্ত করার উপযোগী। এইসব উপাদানই হয়তো রোগটাকে সারিয়ে দিয়েছে।
তিনি সকলকে থামিয়ে বললেন থাক তাড়িয়ে দিও না। ওকে আসতে দাও। সকলে সরে গিয়ে ওকে যেতে দিলো। সে ডাক্তারবাবুর কাছে গিয়ে পায়ে মাথা ঘষতে লাগলো। ডাক্তারবাবু ওর সারা শরীরে হাত বোলাতে বোলাতে মাথায় দেখলেন একটা ক্ষত।
বললেন বুঝলাম তোর কষ্ট। তিনি জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে বললেন যা, আবার কাল আসবি।
অদ্ভুত ব্যাপার সে আসতে থাকলো। আর একদিন সেরেও উঠলো। তারপর থেকে আজীবন সে ডাক্তারবাবুর সঙ্গী হয়ে তার রক্ষাকর্তার ভূমিকা নিয়েছিলো।
Chaitaly ChakravartyTiwari Niwas
Rz---C4/B-1
Upper ground
Mahavir Enclave---1
New Delhi---110045
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা
নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন। (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।) কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।
আমাদের গুগুল পে / ফোন পে
নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬। প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।
মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:
https://notionpress.com/read/nabapravat-utsab-2023
==================
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন