Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

অণুগল্প ।। কর্মফল ।। মিঠুন মুখার্জী

 


অ ণু গ ল্প

কর্মফল

মিঠুন মুখার্জী

 

সঙ্গীতা কেশবকে কথা দিয়েছিল পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সে তাকে ছেড়ে যাবে না। বাবা-মা তাকে না মানলেও সে সকলকে অস্বীকার করবে। কিন্তু কথা রাখেনি সঙ্গীতা। কেশব কাজের জন্য ব্যাঙ্গালোর গেলে কলেজের এক প্রফেসরের সঙ্গে তার বাবা সঙ্গীতাকে বিয়ে দিয়ে দেন। কথায় বলে মেয়েরা সবসময় উত্তম কিছু খোঁজে। কথাটা শতভাগ সত্যি।কেশব তার বোনের কাছ থেকে সঙ্গীতার বিয়ের খবর পেয়ে খুবই কষ্ট পেয়েছিল। মনে মনে সংকল্প করে, নিজের পায়ে না দাঁড়িয়ে আর ভুল পথে পা বাড়াবে না। কেশব যে কোম্পানির হয়ে ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল‍ সেখানে নিজের সততা ও কঠোর পরিশ্রমের পরিচয় দিয়ে এক বছরের মধ্যে সেই কোম্পানির ম্যানেজার হয়ে যায়। মাসে এক লক্ষ টাকা সহ গাড়ি ও বাড়ি পায় সে। এমন সুদিনে কেশবের সঙ্গীতার প্রতারণার কথা বারবার মনে পড়ে।

         অন্যদিকে বিয়ের পর সঙ্গীতা জানতে পারে অধ্যাপক নপুংসক। তার সঙ্গে থাকলে তার জীবনের সমস্ত চাহিদা ও সুখ বিসর্জন দিতে হবে। অর্থই সবসময় জীবন নয়। বাবা-মাকে পুরো বিষয়টা জানায় সে। কুড়ি লক্ষ টাকা বোঝাপড়ায় অধ্যাপক-এর সঙ্গে সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। বাবা-মার লোভ ও যথাযথ খোঁজের অভাবে সঙ্গীতার জীবনটা নষ্ট হয়ে যায়।

          এদিকে ব্যাঙ্গালোর থেকে বদলি নিয়ে কেশব কলকাতায় চলে আসে। প্রথমে সে ভেবেছিল বিয়ে কখনো করবে না। কিন্তু সঙ্গীতার বাবা-মা তার কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে কেশব তা অস্বীকার করে। সুমনা নামের একজন গ্রাম্য নারীকে বিয়ে করে কেশব সঙ্গীতাকে বুঝিয়ে দেয় -- 'ছেলেরা একেবারে ফেল না নয়। যখন চাইলাম সম্পর্ক গড়লাম, যখন চাইলাম উত্তমের লোভে ছেড়ে দিলাম।' নিজে গিয়ে কেশব সঙ্গীতা ও তার বাবা-মাকে বিয়ের নিমন্ত্রণপত্র দিয়ে এসেছিল। সঙ্গীতা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। বাবা-মার উপর রাগ দেখিয়ে কেশবের বিয়ের দুদিন পর বাড়ি ছেড়ে অজানা পথে পা বাড়ায় সে।

 

মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ


মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা

নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন।  (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।)  কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন।  আগ্রহীরা সংগ্রহ করতে পারেন। 

যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।

 আমাদের গুগুল পে / ফোন পে নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬।  প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।

মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:  

https://notionpress.com/read/nabapravat-utsab-2023

 

==================

 

এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন




 

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত