।। 'রঙিন চশমা হারিয়ে ফেলার পর'।।
।। কবি সুদীপ্ত মাজির পঞ্চম কাব্যগ্রন্থ।।
।।২০১৮ কলকাতা বইমেলায় প্রকাশিত। ।
।। ৪ ফর্মা ।।
।। প্রকাশক-ছোঁয়া ।।
।।প্রচ্ছদ - বিপ্লব মন্ডল।।
জামরঙের অন্ধকারে দোতারা বাজাচ্ছে কেউ
সুবীর সরকার
'রঙিন চশমা হারিয়ে ফেলার পর'।কবি সুদীপ্ত মাজির পঞ্চম কাব্যগ্রন্থ।কলকাতা
বইমেলায় প্রকাশিত ৪ ফর্মার এই বইটির প্রকাশক-ছোঁয়া।অসামান্য সাংকেতিক
প্রচ্ছদ করেছেন বিপ্লব মন্ডল।
সুদীপ্ত মাজি নয়ের দশকে লিখতে আসা বাংলা কবিতার গুরুত্বপূর্ণ একজন কবি।
কি অসামান্য স্মার্ট।কি সুসংগঠিত কাব্যভাষা।সুদীপ্ত বলেন-
'এই স্থির ফটোগ্রাফের ভেতর জেগে রইল আমাদের
সমস্ত শ্রাবণ'
সুদীপ্তর কবিতার ভুবনজোতে আমারা দেখি জাদুতত্ব,মিসিং ডায়েরি,হারিয়ে ফেলা
গানের মূর্ছনা,আমাদের পাথরের চোখ,স্মৃতি ও
সন্তাপ,শহিদবেদি,ময়েশ্চারাইজার।আর-
'গ্রহণ আর বর্জনের মাঝখানে জেগে আছে সরু আলপথ'
প্রেম ও দহনের জলে ধুয়ে দিচ্ছেন কবি যাবতীয় অন্তর্গত বিষাদ।আর-
'গল্পের ভেতর থেকে ভেসে আসছে পরাগ,পাপিয়া'
কি আলোকময় এক ঘোরের কুয়াশায় ঝাপিয়ে পড়েন সুদীপ্ত,যেখানে পেনকিলার উড়ে
যাচ্ছে দূরের হাওয়ায়।আর উত্তরের চারপাশে ঘনিয়ে উঠেছে এক শ্যামবর্ণ মেঘ!
উত্তরের সবুজ,হাটগঞ্জ,মানুষজনের উষ্ণতা কবিকে পোড়ায়।তার চোখের খুব গহীনে
অঞ্চলকথার তোড়।ঘোরাক্রান্ত এই কবি কড়ি ও কোমল ধরে সারারাত একা বসে থাকেন
আর নিজের মতন দেখেন-
'অনুষঙ্গে কোনো মদ,তামাক আর ভুল বাক্য নেই'
কিংবা-
'তোমার মুখ থমকে যাওয়া নদীখাতের মতো'
ছেঁড়াখোঁড়া আয়ুষ্কাল নিয়ে কোথায় চলে যায় আমাদের মানবজীবন!আর-
'জীবন গড়িয়ে চলল নিরুপম অ্যাসাইলামের দিকে'...
কবিতাকে রহস্য দিতে গিয়ে কবি তার সমুহ বিপন্নতাকেই উচ্চারনের জাল ও
জালকের অনন্য নকসির বিচিত্র কোরাসে বার বার গড়িয়ে দিয়েছেন।চমকিত ও চমৎকৃত
করেন কবি সুদীপ্ত মাজি আমাদেরকে।বইটির পাঠ শেষ হয়ে যায়,আমরা এগোতে থাকি
নুতনতর এক পাঠের দিকে-
'আমাদের সন্ধানী সাবমেরিন
হয়তো একদিন খুঁজে নেবে
তোমাদের হর্ষ ও হননের যাবতীয় গুপ্ত নথিগুলি'
ব্রাভো সুদীপ্ত।কুর্নিস সুদীপ্ত।
'রঙিন চশমা হারিয়ে ফেলার পর'।কবি সুদীপ্ত মাজির পঞ্চম কাব্যগ্রন্থ।কলকাতা
বইমেলায় প্রকাশিত ৪ ফর্মার এই বইটির প্রকাশক-ছোঁয়া।অসামান্য সাংকেতিক
প্রচ্ছদ করেছেন বিপ্লব মন্ডল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন