আবাদ সাহিত্যের এক অন্যতর উড়ান যাত্রা
রবীন বসু
পশ্চিমবঙ্গের এত এত পত্র-পত্রিকার ভিড়ে আজ আমি আপনাদের এমন একটি পত্রিকার
কথা বলব যে পত্রিকা আলোকিত শহর থেকে অনেক দূরে, যেখানে ডাঙায় বাঘ আর জলে
কুমির—আদিম সেই বাদাবন-ঘেরা সুন্দরবনের লবণাক্ত আবাদ অঞ্চল শীতলিয়া থেকে
প্রকাশিত l এই সুন্দরবন অঞ্চলের কিছু ভূমিপুত্রের ঐকান্তিক প্রয়াসের ফল
"আবাদ সাহিত্য" ত্রৈমাসিক পত্রিকা ! পিছিয়ে পড়া এই জনপদ, তার সংস্কৃতি
ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আর
ক্রম-পরিবর্তনশীল জীববৈচিত্র্য— এঁদের গবেষণার বিষয় ! আর সেই গবেষণালব্ধ
অভিজ্ঞতা ও ক্ষেত্রসমীক্ষার ফল তাঁরা দেশের বৃহত্তর জনমানসের কাছে পৌঁছে
দেবার তাগিদ থেকেই এই পত্রিকা প্রকাশ করছেন ! কিন্তু এবার সম্পাদক
জানিয়েছেন "আবাদীকৃত সুন্দরবন জনপদ, আমাদের মূলগত পরিচয় হলেও আমরা কখনো
কৌণিক বৃত্তে সীমাবদ্ধ থাকতে পারি না l কূপমণ্ডুকতা নয়, দরকার একটা
উত্তরণ l তাই বর্তমান সংখ্যাটি "বিশেষ পরিযায়ী সংখ্যা" l আবাদ সাহিত্যের
এক অন্যতর উড়ান যাত্রা l"
সত্যি তাই, আবাদ সাহিত্যে এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোলকাতা সহ
আসাম বাংলাদেশ, ইউ এস, ইউরোপ, সব কবি-লেখকদের তারা একত্রিত করেছে—বসুধৈব
কুটুম্বকম !
সুলিখিত সম্পাদকীয় ছাড়াও তিনটি মূল্যবান প্রবন্ধ, একটি বিশেষ নিবন্ধ,
পাঁচটি বড় গল্প, চারটি ছোটগল্প, কবির সাক্ষাৎকার, মুক্তগদ্য, বেশকিছু
কবিতা, দুটি ধারাবাহিক রচনা, কাব্যালোচনা ও ইংরেজি বিভাগ l বোঝা যাচ্ছে
পত্রিকাটি একটি বৈচিত্র্যময় সম্পূর্ণ পত্রিকা l লেখার মান উন্নত l
"আবাদ সাহিত্য" একই সাথে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম শীতলিয়া ও সোনারপুর
পূর্বাশা, নিশ্চিন্তপুর রোড থেকে প্রকাশিত হচ্ছে l
যোগাযোগ : অপরেশ মণ্ডল ৭০৬৩০৭০৬৪৩
কনককান্তি রায় : ৯৪৩৩৩১৩২৩৫
E-mail :
aabadsahityapatrika2012@gmail.com
আবাদ সাহিত্য : বিশেষ পরিযায়ী সংখ্যা : জানুয়ারী ২০১৮ [] দাম ১২০ টাকা l
সম্পাদক : অপরেশ মণ্ডল ও কনককান্তি রায়
( বিশেষ পরিযায়ী সংখ্যাটি সম্পাদনা করেছেন, কনককান্তি রায় )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন