দেবীকে নিবেদিত
অচিন মিত্র
প্রকাশক-- সুতরাং, বাণীপুর
প্রচ্ছদ-- সংযুক্তা বালা
প্রকাশকাল-- হেমন্ত ,২০১৭
দাম--১০০ টাকা
অক্ষরে অক্ষরে স্তব
সুবীর ঘোষ
"দেবীকে নিবেদিত" নামে একটি কবিতার বই হাতে এসেছে । রচয়িতা- অচিন মিত্র ।
দেবী এই কবির কবিতায় ফিরে ফিরেই আসে । দেবী হয়তো কবির কোনো পূর্ব স্মৃতি
বা কোনো পিছুটান । সে যাই হোক দেবীর সঙ্গে কবির যাপন যে তাঁকে দিয়ে নানা
কবিতা লিখিয়ে নেয় , এটিই পাঠকের সর্বোত্তম পাওনা ।
বিভাব কবিতায় তিনি লিখছেন—
অক্ষরে অক্ষরে / স্তব / কল্পনা নয় দেবী / ছুঁয়ে দেখো, বাস্তব
এটিই সারকথা । অক্ষরে অক্ষরে স্তব । দেবীর প্রতি নিবিড়ঘন আবেগ থেকে কবি
বলছেন— দেবী ছুঁলে বিষ সুধা । ছোট ছোট শায়েরির আকারে লেখা কবিতাগুলো নিজে
নিজে পড়লে এর রস আস্বাদন পুরোপুরি করা যায় । যেমন একটি কবিতায়—
বলো দেবী
এ-নিশীথে বলা যায়
শ্রবণ ধুয়েছি আমি
সারাদিন নীরবতায়
এ জাতীয় কবিতা বাংলায় বোধ হয় বেশি নেই । আছে রুমি বা গালিব-এ । কবিতার
মূল সুর প্রেম । সে আমার দেবী / সে আমার ঘর—এভাবেই সেই দেবী মিশে আছে
কবির কবিতায় , হয়তো জীবনেও । গজলের বেদনা পাচ্ছি কোথাও কোথাও—কে যে
আমায় কাঁদায় / কালো ও সাদায় / জানি তার নাম / বসুধা তোমাকে না-ই বা
জানালাম
ছোট ছোট বাক্যে , কম শব্দে কবি অনেক গভীরতার দিকে যেতে পেরেছেন।
==========================================
সুবীর ঘোষ // দুর্গাপুর //
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন