প্রকাশিত হল নবপ্রভাত ব্লগ- ম্যাগের ৪র্থ (জুন ২০১৮/ আষাঢ় ১৪২৫) সংখ্যা । ঘোষণা মতো এটি "আলোচনা সংখ্যা" হিসাবেই প্রকাশিত হল। বিজ্ঞপ্তি দেওয়ার সময় ভয় ছিল কটি লেখা পাবো! কিন্তু আপনাদের ঐকান্তিক সহযোগিতায় শেষ পর্যন্ত একটা সম্মানজনক সংখ্যা বোধহয় করা গেল।
এই সংখ্যায় ৪৬টি বইয়ের আলোচনা আছে। আর আছে ৮ জন কবি-সাহিত্যিক, ৫টি সাহিত্যতত্ত্ব ও সাহিত্য-আঙ্গিক এবং ৫ টি পত্রিকা বিষয়ক আলোচনা।
কবিতা গল্প বাদ দিয়ে একটা সংখ্যা করতে চাওয়ার ঝুঁকিটা কতটা ওতরাল বা আদৌ কিছু হল কিনা সে কথা আপনারাই বলবেন। মতামতের আশায় উন্মুখ থাকলাম।
সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা ও শুভেচ্ছা।
-- নিরাশাহরণ নস্কর
সম্পাদকঃ নবপ্রভাত
১লা আষাঢ়, ১৪২৫
খুবই প্রশংসনীয় উদ্যোগ। ভাল লাগলো। অনেক অনেক কৃতজ্ঞতা। মাঝে মাঝে আলোচনা সংখ্যা করলে ভালই হয়। সবার বই ও লেখক/ কবি সম্পর্কে সবার একটা জানাশোনা হবে এবং আরো বিস্তৃতি ঘটবে। -রীনা তালুকদার
উত্তরমুছুন