■নির্বাচিত ছোটো গল্প।
শঙ্কর নাথ প্রামাণিক।
সংবেদন।মালদা।
মূল্য:৮০.০০ টাকা।
নির্বাচিত ছোটো গল্প
-------------------------------
গল্প লেখা শুরু হয়েছিল 'সেবা' দিয়ে,তখন সপ্তম শ্রেণির ছাত্র।সেই
শুরু।শঙ্কর নাথ প্রামাণিক লেখা থামাননি।তাঁর তেইশ টি গল্প নিয়ে প্রকাশিত
হয়েছে 'নির্বাচিত ছোটো গল্প'।শঙ্কর নাথের গল্পগুলোয় জীবনের নানা দিক উঠে
এসেছে।ছোটো ছোটো পরীক্ষা নিরীক্ষা তেমন নেই।লেখক সরাসরি কাহিনিই
বলেছেন,সেই কাহিনি মনকাড়া।এখানেই তাঁর সার্থকতা।প্রায় প্রতিটি গল্পেই
তাঁর অনুভাবি মনের পরিচয় রযেছে।বাল্যবিবাহ নিয়ে একটি অসাধারণ গল্প রয়েছে
এ গ্রন্থে'একটি গ্রামের মেয়ের স্বপ্ন'।একটি মেয়ে গৌরী,সে এরোপ্লেনের
পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিল।স্কুলে ক্লাস সেভেনের ছাত্রী ছিল গৌরী।বিয়ে
হয়ে গেল তার।বিয়ের পর মা হতে গিয়ে তার কী পরিণতি হল তা নিয়ে গল্প।একজন
শিক্ষকের বয়ানে লেখা এ গল্প অত্যন্ত মর্মস্পর্শী।'রামুয়া' গল্পটিও
তাই,ছাত্র-শিক্ষকের সম্পর্কের গল্প।এ গ্রন্থের অন্য গল্পগুলির মতোই
রামবাবুর অনুভূতিও আমাদের স্পর্শ করে।কত সহজ ভাষায় একটি গল্প বলে দেওয়া
যায় এবং বর্ণনার আধিক্য এড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যায় শঙ্করনাথের
গল্প তারই উজ্জ্বল উদাহরণ।এ গল্পকার মালদার বাসিন্দা।তাঁর গল্পে তাই
পরিচিত প্রতিবেশের জল,মাটি,গাছগাছালির ছায়া,আলো।পাঠকের ভালো লাগবে।বইটির
মুদ্রণ,বাঁধাই, প্রচ্ছদ যথাযথ।
■নির্বাচিত ছোটো গল্প।শঙ্কর নাথ প্রামাণিক।
সংবেদন।মালদা।মূল্য:৮০.০০ টাকা।
#পূর্ব প্রকাশিতঃ (উত্তরবঙ্গ সংবাদ/২২ শে মার্চ/৬ পাতা/বই পাড়া)
ভালো।
উত্তরমুছুন