Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

"দশমিক" (অণুগল্প সংকলন) সোমনাথ বেনিয়া।। আলোচনা-- অমিত বন্দ‍্যোপাধ‍্যায়





 

দশমিক: এক অনবদ‍্য সৃষ্টি


-- অমিত বন্দ‍্যোপাধ‍্যায়


প্রখ‍্যাত সাহিত‍্যিক সোমনাথ বেনিয়ার "দশমিক" একটি অণুগল্পের সংকলন। উড়ান
প্রকাশনের হাত ধরে এই ব‌ইটি প্রকাশ পেয়েছে। ব‌ইটি তার গর্ভে রেখেছে ২৬টি
অণুগল্পকে। বিভিন্ন ক্ষেত্র থেকে তুলে আনা এক একটি গল্পের চরিত্র সামাজিক
চিত্রটা খুব প্রাঞ্জল ভাবে মেলে ধরেছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে
"দশমিক" একটি জীবন দর্শন তুলে ধরেছে পাঠকের সামনে।
ব‌ইটির প্রথম গল্প 'চিংড়ি' যেমন সম্পর্কের গাঢ়ত্বের
উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছে পাঠকের মনে, ঠিক তেমন‌ই ব‌ইটির শেষ গল্প
'বিশ্বাস' একটি সামাজিক দর্পণ হিসাবে পাঠককে রোমাঞ্চিত করে। এছাড়াও যে
গল্পটির নামে এই ব‌ইটির নামকরণ হয়েছে সেই 'দশমিক' গল্পটিও নিঃসন্দেহে
বিশেষ প্রশংসার দাবি রাখে। এছাড়াও 'দোসর', 'বীজ', 'নৌকা', 'দুধ',
'সাইকেল' এরকম আর‌ও অনেক অণুগল্পের মাধ‍্যমে সোমনাথ বাবু পাঠকের মন ছুঁয়ে
নিয়েছেন। প্রত‍্যেকটি অণুগল্প‌ই এককথায় অসাধারণ।
"দশমিক" হলো আমার তোমার কথা। প্রত‍্যেকটি গল্প প্রতি
নিয়ত ঘটে যাওয়া জীবনের এক বিশেষ প্রতিকৃতি হিসাবে সফলতা খুঁজে পায়। একটি
দশমিক যেমন নিজের আড়ালে লুকিয়ে রাখে আর‌ও অনেক সংখ‍্যাদের তেমন‌ই "দশমিক"
ব‌ইটি নিজের জঠরে লুকিয়ে রেখেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রফলের অগুনতি
অনুভূতিদের। আবার অন‍্য অর্থে বলতে গেলে, একটি দশমিক যেমন একটি বিন্দু
হিসাবে কেন্দ্রে অবস্থান করে বিশাল বিশাল বৃত্ত অঙ্কন করে চলে, এক‌ই রকম
ভাবে সোমনাথ বাবুর 'দশমিক' অণুগল্পটিও এই দৃষ্টিকোণে এক বিশাল
অন্তর্নিহিত অর্থ বহন করে। আর সেই বিশালতার মাপকাঠিতে "দশমিক" নামকরণটিও
যথার্থ রূপেই সার্থক।
লেখক হিসাবে সোমনাথ বেনিয়া পাঠকের মনের মণিকোঠায় এক
উজ্জ্বল স্থান অধিকার করেছেন। সহজ সরল বোধগম‍্য শব্দ চয়ন, সৃজনশীলতা আর
কারুনৈপুণ‍্য এর মাধ‍্যমে তিনি সাধারণের মধ‍্যে বিচরণ করেছেন। এমনটি যদি
না হতো, তাহলে হয়তো "দশমিক" আর আমার তোমার কথা হতে পারতো না। তাই
পরিশেষে, এই কথা বলতেই হয় যে, "দশমিক" কেবলমাত্র একটি অণুগল্পের সংকলন‌ই
নয়, এটি আসলে একটি সামাজিক প্রতিফলন, যা প্রতিফলিত করেছে সমাজের এক একটি
অংশের চিত্র, যা কখনো নিদারুণ আবার কখনো হাস‍্যরসাত্বক।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এই কথা বিনা দ্বিধায় বলা যায় যে,
"দশমিক" সোমনাথ বেনিয়ার এক অনবদ‍্য সৃষ্টি।



"দশমিক" (অণুগল্প সংকলন)
সোমনাথ বেনিয়া
উড়ান প্রকাশন
মূল‍্য - ৩০ টাকা

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক