Featured Post

নববর্ষের কবিতা ।। শিশির আজম

ছবি
শিশির আজম পেঁচা ♦ ধুলোমাখা জুতোয় ঘর মো মো করছে, অনেকগুলো পেঁচা ফেরারী দুধের বাটি নিয়ে সেই সাদা বিড়াল সারারাত খেললো আকাশে ঠিক যেন বিমান, কুমারীতন্তু ও সমান তারাবাজি, এলো রে বাংলা নববর্ষ ভাবছি সেই নেশা : পাঠ্যপুস্তকে ভবিষ্যৎ স্থিতি মাড়ানো শব্দের যে গতি, আর মেটে চামড়া, ভাটিয়ালি উদোম ঘাতক... ভিক্ষুকের দল বড় হয়, ধর্ম চুলোয় ভিন স্বাদে অস্থি ও মুরলী রেধেছে তবু মৃদু পৃথিবী সোনালী আঁশ পিঠে লাভা উদগীরণ দেখছে তিথি ও নক্ষত্র মনে নেই, লাজুক সরস্বতী দুয়োরে বচন মহুয়াপালা এসে রঙিন পেঁচাদের যেন ডেকে নিয়েছে লোহাপর্বতের আড়ালে জলমাঙন ♦ দাঁড়িয়ে আছে ঘট ব্রতীর মস্তকে ঘুরছে বাড়ি বাড়ি নকশী ঘট চোখ মরুভূ                 কোমরে ঢেউ ওঠে দুহাত বেয়ে ঢেউ আকাশ পানে ধায় অমল চাতুরী রে গড়ায় খা খা ক্ষেতের বুকে ঘটির জল                 অঘোর কাদাখেড় কালা মেঘ আয় রে         ধলা মেঘ আয় রে ~~~~~~~~~~~~~~~ শিশির আজম Shishir Azam জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮ জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :        ...

কাব্যগ্রন্হ - কনফিডেন্সিয়াল ডায়েরী কবি - অর্ঘদীপ পানিগ্রাহী ।। পাঠ প্রতিক্রিয়াঃ পৌলমী দেবনাথ ও কেয়া রায়



কাব্যগ্রন্হ - কনফিডেন্সিয়াল ডায়েরী
কবি - অর্ঘদীপ পানিগ্রাহী
প্রকাশক - প্রাণেশ ভট্টাচার্য্য
প্রকাশনী - ৯ নং সাহিত্য পাড়া লেন
মূল্য - তিরিশ টাকা
প্রচ্ছদ - সাগরিকা সরকার।








প্রতিশ্রুতিবদ্ধ লেখা

পৌলমী দেবনাথ



"কনফিডেনসিয়াল ডায়েরী " বইটিতে সর্বমোট ১৩টি কবিতা প্রত্যেকটিতেই কবি
নিজের দক্ষতা দেখিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না |

ডায়েরী শুনলেই কেমন যেন গোপনীয়তা কিংবা না বলা কিংবা কিছু
প্রতিশ্রুতিবদ্ধ লেখা থাকে. এই কবির কনফিডেনসিয়াল ডায়েরী ও বোধ করি কবির
কোনো এক ডায়েরীর পাতা থেকেই উঠে এসেছে...এই বইয়ের মধ্যে থাকা প্রতিটা
কবিতাই যেন তার কাউকে না বলা কিছু শব্দগুচ্ছ।" ক্ষ্যাপা কাব্যির প্রেম
নিবেদন" আর "তোমাকে ছুঁয়ে ডুবচোরেরা" সে এক আলাদাই লেখনী...এমন সুন্দর
ভাষার প্রয়োগ এই সময়ের লেখনীতে কমই দেখা যায়...এছাড়াও "ব্রাত্য
ক্ষুধা","বেরঙা প্রচ্ছদ" বইটির অন্য মাত্রায় সৌন্দর্য এনে দেয়।এছাড়াও
কিছু এমন কবিতাও আছে যা মন ছুঁয়ে যাওয়ার মতো।কোনটা ছেড়ে কোনটা
বলি,আসলে সবই প্রিয়,কিছু কিছু বিশেষভাবে ভালোলাগার কবিতা।কিছু কিছু লাইন
সব কবিতারই খুব সুন্দর।"চুম্বনের শীতল তিমিরে" এতে বলা আছে "থমকে
গেছি,ব্যাচেলর তখন আমি,সুন্দরীর জড়িয়ে ধরা?/মনে তো দূর!কল্পনায়
নয়,বাস্তবে ও তো অধরা.."আবার "উত্তর লেখে ধৈর্য্য" তেও আছে "শতাব্দী
পেরিয়ে হারিয়ে গেছে সেই বসন্ত,ন্যাড়া জীবন আজ অনিবার্য,/হেমন্ত তখন
বসন্ত রাগে,আমার পরীক্ষায় উত্তরের নাম শুধু ধৈর্য্য"।খুব সুন্দর ভাবে
ভাব গুলোকে ফুটিয়েছেন।"কনফিডেনশিয়াল আত্মজনের ডায়েরী" তে কবি বলেছেন
"এভাবেই নাকি প্রেম আসে। হ্যান ত্যান,/কুলচাপাতা,তোমার আগলঝুপি কথার
তোড়"।আবার "লৌহমানবী" কবিতার মাধ্যমে তো কি সুন্দরভাবে একটি বার্তা দিতে
চেয়েছেন যাতে বলেছেন, "অনাথ তিন্নি ফ্যালফেলিয়ে,সবই ব্যস্ত
সেলফি-ময়/প্রশ্ন বুকে জানতে চায় "পাঠ্য বুকে একেই বুঝি? রক্ত কয়"। বাহ
খুব সুন্দর।"বেরঙা প্রচ্ছদ" এও এরকমই বার্তা পাঠকদের কে দেওয়া হয়েছে
যেমন "ছুটে চলা নগরজীবন,গ্লাস তুলেছে চিয়ার্স ধ্বনি/কাউন্টারের
কাউন্টার,ভালোবাসার ছোঁয়া মনের যোনি"।এরকমই প্রত্যেক কবিতাতেই খুব
সুন্দর মানে,যা পড়ে সবার খুব ভালো লাগবে।বইটি কিনুন,পড়ুন, নিশ্চয়ই
আনন্দ পাবেন,ভালো লাগতে বাধ্য।আরো লেখা এইভাবেই যুগ যুগ ধরে হোক এই আশা
রাখি।
তোমার লেখনী বেঁচে থাকুক...কলম যেন দিশেহারা না হয়ে যায়....




সার্থকনামা কাব্য

~ কেয়া রায়


সদ্য পড়ে শেষ করলাম আমার এক কবিবন্ধু অর্ঘদীপ পাণিগ্রাহীর "কনফিডেন্সিয়াল
ডায়েরী"। গত জানুয়ারী মাসে প্রকাশক প্রাণেশ ভট্টাচার্য্যের পক্ষ থেকে "৯
নং সাহিত্য পাড়া লেন" কর্তৃক এই কাব্যগ্রন্থের শুভ সূচনা হয়। আর এর খুব
সুন্দর প্রচ্ছদটি নিখুঁতভাবে করেছেন সাগরিকা সরকার। এখানে ১৩টি কবিতার
প্রত্যেকটিতেই কবি সঠিক শব্দচয়নের দক্ষতা দেখিয়েছেন। "সেদিন নিয়তির
অনিয়মে", "বেরঙা প্রচ্ছদ", "ক্ষ্যাপা কাব্যির প্রেম নিবেদন", "ব্রাত্য
ক্ষুধা" কিংবা "লৌহমানবীর প্রশ্নবোধ" পড়ার পর আপনি যখন এক পা দু'পা করে
"কনফিডেন্সিয়াল আত্মজনের ডায়েরী"তে পৌঁছোবেন তখন নামকরণের সার্থকতা
উপলব্ধি করতে বাধ্য হবেন। তবে কিছু কিছু পঙতিতে কবির ধৈর্যচ্যুতি ঘটেছে
তার প্রমাণ মেলে। সবশেষে কবিকে বলব, এভাবেই কলম চলুক আজীবন নিরন্তর।
কবিতার ছটায় ভরে উঠুক পাঠকসমাজ। আর পাঠকবন্ধুরাও এই বইটি সংগ্রহ করে
দেখতে পারেন নি:সন্দেহে।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল