সুপ্রভাতের কবিতায় গ্ৰাম জীবনের ঘনিষ্ঠ ছাপ
সোমদেব কুমার
সুপ্রভাত মেট্যার চতুর্থ বই ধানের শরীর ছুঁয়ে।কবি পরিচিতিতে লেখা হয়েছে
এ যাবৎ তিনি অনামী কিছ পত্রিকা -সংগঠনের পুরস্কার পেয়েছেন।কবিতা লিখে
পুরস্কার পাওয়া নিশ্চয় নিন্দাহ্য নয়।তবে প্রাপ্ত পুরস্কার নিয়ে ফলাও
করা পাঠকের নজরে কবি কে খানিক খাটো করে দেয়।পাঠকের ভালোবাসা, নিবিড় পাঠই
বোধ হয় এক কবির কাছে শ্রেষ্ঠ পুরস্কার হওয়া উচিৎ।"ধানের শরীর ছুঁয়ে"
কবিতার বই নির্মিত গ্ৰন্থ হিসেবে বেশ নজরকাড়া।সুপ্রভাতের কবিতায় গ্ৰাম
জীবনের ঘনিষ্ঠ ছাপ রয়েছে।"আলু চটকে ভাত মাখছেন আমার মা/এখন দুপুর বেলা
আগুন লাগা খিদে/জল দিয়েও নেভানো যাবে না"কিংবা "উঠোনে কাদায় পায়ের ছাপ
ফেলছেন মা/পষো করে কুঁড়ো নিয়ে গরুকে জাব দিচ্ছেন দিদি।" অথবা"তবুও এখানেই
যেন প্রান, হৃদয় ভরা নীল/সৌবর্ণ সুমাখা/সুগন্ধি ভাতের রাত জেগে আছে।"বোঝা
যায় তার ধানের শরীর ছুঁয়ে তাঁর বেঁচে-বর্তে থাকা
এই কবিতার বইয়ের মুল পরিকল্পনা।খুব সামান্য বয়সেই সুপ্রভাত অনেক কবিতা লিখছেন।
প্রকাশ করছেন। আমারা আশা করব ,তিনি যেন ,"দুঃখ জেগে উঠল / স্মৃতি থেকে একটু একটু
/ সফল দিনের আলোয়/"ছোট ছোট জীবন যাপন গুলো কে আরও বর্ণময় করে তোলেন।
#পূর্ব প্রকাশিত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন