প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
আশা
আজ অনেকদিন পর
পূর্ণিমার চাঁদ দেখলাম আকাশে
রাতের ঝকঝকে মেঘহীন তারাভরা আকাশ
সন্ধ্যে নাগাদ একঝাঁক বক উড়ে গেলো
তাদের নিজস্ব ঠিকানায়
সাদা দাগের চিহ্ন পড়ে থাকলো
দিগন্ত জুড়ে বহুক্ষণ
এমন দাগ তো আমরাও ফেলতে চেয়েছিলাম
চিরকাল মনে থাকতে চেয়েছিলাম তোমাদের
কিন্তু এখন আর ডানা মেলে
উড়ে বেড়াতে পারিনা
স্থবির জঙ্গম হয়ে গিয়েছি বহুকাল
মনে জমে উঠছে ক্লেদ দিনে দিনে
জানি না কবে মনের আকাশও
আজকের মতো পরিষ্কার হবে
মলিনতা দূর করে মেঘ কাটিয়ে
আবার কবে ঝকঝক করবে সব...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন