Featured Post
কবিতা ।। বিনয় ডাঙ্গর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মনখারাপ
আমার ভীষণ মন খারাপ।
খবর পেয়েছি এভারেস্টে এবার সেরকম বরফ পড়েনি,
শ্রাবণের কৃপণতায় পুকুর ভরেনি
আমার দেশের,
ইলিশ আসেনি নদী সমুদ্রের মোহনায়।
মনটা ভালো নেই।
আমার অনেক দিনের আদরের ছায়া
চুরি করে নিয়ে গেছে কেউ।
কতদিন বাদে দেখা হলো নীলিমাদির সাথে,
কোমরে,হাঁটুতে,পাঁজরে ভীষণ ব্যথা।
ভালো নেই বলে চলে গেল।
ধীরে ধীরে সন্ধে নেমে এল চোখের কোণে,
মনটা খারাপ হয়ে গেল আমার।
ওষুধ হাতে নিয়ে ছুটতে ছুটতে
ফোন করল পৌলমী,
কচি পাতার উপর কত রোদ বৃষ্টি ঝড়ের দাপট,
পথ দুর্ঘটনায় জীবন সংকট
একমাত্র ভাইয়ের,
হাসপাতালের ইমার্জেন্সি করিডরে ঢুকছে
একরাশ উদ্বেগ আশঙ্কা নিয়ে।
চোখের পাতা ভিজে গেল আমার।
কিছুক্ষণ আগেই অনির্বানের পোস্ট দেখেছি ফেসবুকে।
এভিএস কাজ করেনি,
কেন কি জানি!
অনিল কাকা আর আমাদের আদরের ভাইপো
চলে গেল আমাদের ছেড়ে,
ওদের যাওয়ার কোন তাড়া ছিলো না,
মাটি ছিল ওদের জীবন।
আমার ভীষণ মন খারাপ।
কয়েকদিন আগেই দেখা হল গোবিন্দ স্যার এর সঙ্গে।
কেমন আছেন জিজ্ঞেস করতেই
আকাশটা কালো হয়ে এলো,
মেঘে ঢাকা পড়ে গেল সূর্য।
লম্বা,ফর্সা সুন্দর মানুষটা
ব্লাড ক্যান্সারের ঝড়ে
নুয়ে পড়েছে নদীর কোলে।
মন ভালো নেই স্যারের।
মন ভালো নেই আমার।
মন ভালো নেই কয়েকটি মানুষের।বিনয় ডাঙ্গর
৬৭/৭ উকিলাবাদ রোড,
বহরমপুর, মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১
ফোন- ৮০০১৫৬৯৯৭১
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন