ধান ঘ্রাণ
জল আয় আয়, ডাকে। বীজ ধান মাঠ
আমার ঠাকুরদার বীজ ধান ছিল,মাঠ ও তবুও
হাল ধরেন নি কেবল স্বপ্ন বুনে বুনে দেশের মাটি ঘ্রাণ।।
দেশের পতাকা ওড়ার স্বপ্নের জন্য পথ হেঁটেছেন মাইল মাইল
সমুদ্রের জল ফুটে জীবনভর বুনেছেন
তিনটি রঙের উড়ানের পতাকা
একটি ভোরে তার রক্তের লাল ধুয়ে দিল মাটি ভোরের গন্ধে মিশে আছে তার সুর মাটির গন্ধে পূর্বের গান পতাকা উঠলেই, স্বপ্ন ধান ওড়ে
পোড়া বাদ্য বাজনার কথা
আধপোড়া শরীর আজও কথা বলে।
অমলিন কিশোরী দিন
পোড়া আধপোড়া দীর্ঘশ্বাসে দাবানল
গাছের মতো কথা বলে ঝলসানো শব
পূর্বজ বলেন আকাশে শকুন উঠলে
বড় কঠিন সময়।
আকাশের রক্ত রং
শকুনের ডানায় বাতাস থামে
শেষের সেদিন ভয়ঙ্কর
শয়তানের পোষা ভৃত্যের র দল
বাদকের ছদ্মবেশে সম্মোহনের বাজনা বাজায়
সেই বাজনায় মানুষ মন্ত্রমুগ্ধ
দুপা ছেড়ে চার পা হয়
তারপর তীক্ষ্ণ শ্বাদন্ত নখ এমন হিংস্র
দাঁতে ছিঁড়েছে স্বপ্নিল মৃগী
======================
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন