মিথ
সাজেনি আসর অবলীলাক্রমে
আসেনি লোকজন আমার শহরে
যেভাবে সময় কাটবে বলেছিল
কাটেনি সময় বহু শতাব্দী পরেও,
আমার শহরে।
হাসেনি, স্মৃতিতে যারা থেকে যাবে ব'লে
কষ্টের পরে নাকি সুখ আসে বলে
নিশ্চুপ রোজ থেকেছিল ওরা
কাটেনি সময়, তুমিও যাওনিতো চলে!
ভেসে যায়নি উত্তরে হাওয়া
তোমার নামে পতাকা ওড়ে হাওয়ায়
সোজা পুড়ে যাই, এপিটাফ হয়না আমাদের
কেউ বলেনা শব্দ, আলো অথবা ছায়া...
পেনের রিফিলে কালি আসে কমে
লাল সবুজ কমলা হয়না আমাদের
ওরা বাড়ে রোজ, কমে হাওয়ায় হাওয়ায়
শব্দের পাশে বর্ণের আবদারে
সবাই বোঝেনি নিশ্চুপ আহ্বানে
দলের লোকের নেই আজ বাহুবল
সাথে সাথে রোজ কমে নেটওয়ার্ক
কোনোদিনও বাড়েনি আমার শত্রুদল
তাই,
হেঁটে হেঁটে পথ, কাটেনাকো আসা যাওয়া
রাত্রি রোজ হয়নাকো রাত্তিরে
কবিতার নামে তোমাকে যে লেখা চিঠি
ঠিকানা পায় না দিকহীন বন্দরে।
----------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন