প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
আবছা আলো আবছা আঁধার
খুলছে না জট একটা ধাঁধার
আরও কত কালের জন্য
জুটবে না তোর মুখে অন্ন
হাঁটবি তবু ভোট মিছিলে
টানবি ঘানি সবাই মিলে
ভাঙরে পাথর তোল হাতুড়ি
ভেঙে দে আজ ছল চাতুরী
হিসেব নিকেশ নে শিখে নে
দলে দলে আওয়াজটা দে
মানবো না আর কোনো বাঁধা
ভাত দে তোরা হারামজাদা
ওই চেয়ে দেখ দিগ্বিদিকে
গল্প কারা যাচ্ছে লিখে
দিন মজুর আর শ্রমিক কিষান
দড়ি ধরে জোরসে দে টান
হীরক রাজার মুন্ডুপাতে
করিস নে ভয় এই প্রভাতে
রথের চাকা টানছে যারা
তারাই কেন সর্বহারা
রক্ত যখন দিতেই জানিস
মিছেই চোখে অশ্রু আনিস
ছুড়ে ফেলে ভিক্ষের থালা
বুকের ভিতর বারুদ জ্বালা।
Sambhu Sarkar
Vill Po. Hingnara
Ps. Chakdaha
Dist. Nadia
Pin 741223
Mobile 9126434148
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন