চক্র
বসন্তের
ডাকে সারা দিয়ে মুখ
তুলে তাকালো বনস্পতি।
নতুন
পাতার বাহারে, সবুজের গন্ধে মাতোয়ারা
সকল অনুভূতি।
অক্সিজেন
ভরা বাতাসে বুক ভরে
শুদ্ধ সালোকসংশ্লেষ।
আকুতির
জোয়ারে অঙ্কুরিত প্রিয় আশ্লেষ।
গ্রীষ্মের
দাবাদহে খুঁজে নেওয়া গাছের
ছায়া।
নাম
না জানা প্রান্তরের সীমায়
গড়ে স্বতন্ত্র কায়া।
ধোঁয়ায়
মোড়া আবেগের ঘনঘটা।
সরল
অভিকর্ষের সচেতন পথচলা।
বেড়ে
ওঠে বয়স, ছুঁয়ে যায়
মেঘ।
বৃষ্টি
পড়ে অবিরাম, সিক্ত গোলাপী আবেগ।
বর্ষার
প্রথম জলে আঁধারে আগুন
জ্বলে।
নিঃশব্দে
পাতার ডালে অবাত শ্বসন
চলে।
ভিজে
যায় ডালপালা, মূলরোম, নরম ফুল-ফল।
জলের
ফোয়ারায় পথ ডুবেছে, হারিয়েছে সকল তল।
কালো
মেঘে জেগে ওঠে নীল
তুলোর রেখা।
বসন্তের
সোনালী আবেগের ফুরিয়ে যায়
দেখা।
কাশ
ফুলের ছায়ায় বেড়ে ওঠে
নেশা।
পেয়ে
বসে অবুঝ শান্ত রুপোলী
মেলামেশা।
দূরত্বের
আলোড়নে সদা ঢেউ লাগে।
দূষিত
আমাজনে বনভূমি জাগে।