"ভ্যালেন্টাইন ডে"
রাত পেরোলেই "ভ্যালেন্টাইন ডে"
উন্মাদনা সারা শহর জুড়ে।
ঘড়িতে এখন ১২টা ২০
আমি এইমাত্র বেরুলাম।
হাতে টর্চ, কাঁধে ব্যাগ
যদিও প্রয়োজনহীন।
তমসাকে হরণ করেছে
চাঁদের রুপালি আলো।
বাতাসে শীতের আমেজ
প্রকৃতি কুয়াশার মোড়কে আবৃত।
সিক্ত গাছের পাতা
শিশিরের আলাপচারিতায়।
আমি হাঁটছি,,,,,,,,,,,,,
ঘড়িতে এখন ২টো১০।
প্রাণীজগৎ তন্দ্রাসক্ত
এই বিনিন্দ্র রাত্রির বক্তা আমি।
তবু অতন্দ্রিত আমার হৃদয়ে
লুকিয়ে থাকা তোমার সত্ত্বা।
আমি হাঁটছি,,,,,,,,,,,,
চলার গতি ধীর।
শৈতের শীতলতা,কুয়াশা ,শিশির
আজ আমার সঙ্গী।
ঘড়িতে এখন ৫টা১০
অনেকটা পথ অতিক্রান্ত।
এখন আমি অপেক্ষারত
তোমার বদ্ধদ্বারের সামনে।
হাতে শীতল দেহ,গোলাপ
আর মনে কিছু না বলা কথা।
হঠাৎ,,,,,,,,,,,,,,,,,,,পেপার, পেপার
পুরানো স্বর তবু অচেনা।
ঘুমটা ভেঙে গেল
ঘড়িতে এখন ৮টা৫।
ঘরেআলো ঢুকছে
দরজার ফাঁক দিয়ে।
শীতের দাপট অনেক কম।
চোখে মোমের দহন।
অস্পষ্ট দৃষ্টি টেবিলের দিকে।
ফটোস্ট্যান্ডে আটকানো
সেই কলেজের মধুরিমার ছবিটা।
কপালে চন্দন,পাশে ধূপদানি
নীচে লেখা মৃত্যু--২0১0,১৫ই জানুয়ারি।