নিদর্শন
একদিন কবিতার বুকে ডুবে থেকে,
ওই দূরের অনন্ত পাহাড়টাকে বুঝিয়ে দেব।
হাজার কবিতা দিয়ে সাজিয়ে দেব,
তুমি কবি হবে, আর আমি সম্পাদক।
হাজারো কবিতা লেখা হবে..
বিষয় হবে.............!
পিছিয়ে পড়া মানুষ এগিয়ে এসো.....!
আগুনের ফুলকি দিয়ে লেখা হবে কবিতার ছন্দ,
রাজনীতির বিষাক্ত জাল- পুড়ে হবে ছারখার।
কবিতা হবে একক, সারমর্ম হবে একাধিক.....
ওই অনতিদূর বরফ পাহাড়ের নীচে
হবে একটা ছোট্ট পাঠ ঘর।
কোন এক ভূমিকম্পের রাতে, উল্টে যাবে কুলষিত পৃথিবী...!
চাপা যাব শীতল গুহার নিচে,
কবিতাকে বুকে চেপে।
হাজার হাজার বছর পর....
নতুন সাজে জেগে উঠবে পৃথিবী...।
নতুন সূর্যের সাথে।
জীবাশ্ম হয়ে ফিরিয়ে দেবো বাংলা ভাষার নিদর্শন,
কোন এক ভূ-তাত্ত্বিকের হাতে।
===========
চন্দন ঘোষ
Vill- Rampur
P.O- Hamirhati
Dist- Bankura
West Bengal-
722207
Mob-
7531824221