ভ্রম না ভ্রমর
ভ্রম না ভ্রমর বুঝিনি তো!
কানে কী ঢুকল, মন্ত্রগান?
অ্যাত উষ্ণতা, বাঘা শীতও
খুলতে চাইছে শিরস্ত্রাণ ।
জলের ভেতরে জলপাখি
উঠছে-ডুবছে, রোদ মেখে
ঝরাফুলগুলি তুলে রাখি ;
আহ্বান করে প্রত্যেকে
বলে যেতে চাই : অঙ্ক যে
আগাগোড়া ভুল! বন্ধু হে,
ভ্রম না ভ্রমর কার খোঁজে
বেরিয়ে জড়ালে চাক্ ব্যূহে ....
****************
অমিয়কুমার সেনগুপ্ত,
হুচুকপাড়া বাই লেন,
পুরুলিয়া - 723101.
M : 9434009741.