এক মুঠো খুদ
-------------------
আজ এক মুঠো খুদ জোগাড় করা গেছে,
আর্সেনিক গোলা জলে ফুটিয়ে নেওয়া যাবে....
বিলের ধারে তাল গাছটার নীচে বসব গিয়ে,
মাছের লাফানো
ছোট ছোট বৃত্তাকার ঢেউ
পানকৌড়ির ডুব দিয়ে আবার মাথা তোলা
এসব দেখব
পিকাসোর মত না হোক,
ছবি আঁকব আমার মত করে মনের
ক্যানভাসে
অথবা লিখে ফেলতে পারি শতাব্দীর শ্রেষ্ঠ জনপ্রিয়
অপ্রকাশিত কবিতাও!
আজ এক মুঠো খুদ জোগাড় করা গেছে,
আর্সেনিক গোলা জলে ফুটিয়ে নেওয়া যাবে....
রক্তশূন্য রক্তকে বাঁচিয়ে আজ
সুন্দরের তীরে খানিক বসা যাবে....
===============
প্রভাস মণ্ডল
গ্রাম-মুকুন্দপুর
পোস্ট-উসিদপুর
থানা-নবদ্বীপ
জেলা-নদিয়া
পিন-741301
যোগাযোগ-8116655547