"কন্যা ভ্রুণ"
নারী-পুরুষের মিলনের সন্ধিক্ষণে
ওয়াই ওয়াই ক্রোমোজোম এর সংস্পর্শে
জন্ম মাতৃজঠরে ডিম্বাশয়ে স্নেহে
সমাজ জানেনা পুত্র/ কন্যা
আইনবিরুদ্ধ বৈজ্ঞানিক পরীক্ষাতে
সন্তান শ্রেয় পুত্র কিংবা কন্যা মাতৃত্বের স্বাদে
তবে কেন ভুরু কুঁচকে পরিবার কন্যা জন্মালে ,
কন্যা তো লক্ষী নারী মায়ের জাত,
তবে কেন এত বাছবিচার?
আইনের চোখে ফাঁকি দিয়ে
ডিম্বাশয়ের লিঙ্গ নির্ধারণে
অকালে ঝরে যাওয়া ফুলের হাসি
গর্ভস্থ শিশু কন্যা যে পৃথিবীর আলো দেখেনি
আমিতো মাতৃজঠরে আছি নিশ্চিন্তে
হঠাৎ ছুরি-কাঁচি এসে ক্ষতবিক্ষত করে ,
মা কি বুঝতে পারো না আমার যন্ত্রণা রক্তাক্ত আমি
যখন একটা একটা করে অঙ্গ খসে পড়ে ।
কন্যাভ্রূণ যে আগামী ধারক-বাহকে,
পুত্র সব ঘরে জন্মালে সৃষ্টি থাকবে কেমনে
কিভাবে জন্ম নেবে আগামীর ভবিষ্যৎ?
কিভাবে এগোবে বংশ পরম্পরা?
শক্তিতেও নারী, নারী সৃষ্টিতেও
যার উৎপত্তি সেই কন্যা ভ্রুণে
বড় আশা করে এসেছি পৃথিবীর আলো দেখতে,
তবে আমরা কেন কেড়ে নেব ,
তার চাওয়া-পাওয়া আমাদের স্বার্থের দৃষ্টিতে ?