বিকেলের হলুদ আলো
এই সব ঝুপ্পুস বিকেলগুলো বড়ো মন কেমন করা।
বাড়িটার খাঁজে, খাঁজে, পুকুরের জলে
কি যেন একটা জড়িয়ে থাকে।
মায়া! বড়ো মায়াময় একটা হলুদ আলো।
যে আলো ঘর ফেলে চলে যেতে দেয় না,
যে আলো ঘরে ফিরতে ডাকে,
যে আলো অতীত টেনে আনে,
বর্তমানকেও রাখে বেঁধে।
সেই আলো টাই আবার
অমলিন প্রেমের শঙ্খ হয়ে
শুয়ে থাকে বালিরেখায়।
জল তাকে কেবলি ছুঁয়ে ছুঁয়ে যায়।
=================
তাপসী দাস কোলে,
সিঙ্গুর, হুগলী