নববর্ষের কবিতা ।। শিশির আজম
শিশির আজম পেঁচা ♦ ধুলোমাখা জুতোয় ঘর মো মো করছে, অনেকগুলো পেঁচা ফেরারী দুধের বাটি নিয়ে সেই সাদা বিড়াল সারারাত খেললো আকাশে ঠিক যেন বিমান, কুমারীতন্তু ও সমান তারাবাজি, এলো রে বাংলা নববর্ষ ভাবছি সেই নেশা : পাঠ্যপুস্তকে ভবিষ্যৎ স্থিতি মাড়ানো শব্দের যে গতি, আর মেটে চামড়া, ভাটিয়ালি উদোম ঘাতক... ভিক্ষুকের দল বড় হয়, ধর্ম চুলোয় ভিন স্বাদে অস্থি ও মুরলী রেধেছে তবু মৃদু পৃথিবী সোনালী আঁশ পিঠে লাভা উদগীরণ দেখছে তিথি ও নক্ষত্র মনে নেই, লাজুক সরস্বতী দুয়োরে বচন মহুয়াপালা এসে রঙিন পেঁচাদের যেন ডেকে নিয়েছে লোহাপর্বতের আড়ালে জলমাঙন ♦ দাঁড়িয়ে আছে ঘট ব্রতীর মস্তকে ঘুরছে বাড়ি বাড়ি নকশী ঘট চোখ মরুভূ কোমরে ঢেউ ওঠে দুহাত বেয়ে ঢেউ আকাশ পানে ধায় অমল চাতুরী রে গড়ায় খা খা ক্ষেতের বুকে ঘটির জল অঘোর কাদাখেড় কালা মেঘ আয় রে ধলা মেঘ আয় রে ~~~~~~~~~~~~~~~ শিশির আজম Shishir Azam জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮ জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন