
শারদ প্রাতে
কাশীনাথ হালদার
শারদ প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল
দিক্-দিগন্তে লাগলো যে দোল, ভ্রমর আকুল।
আজ অস্তরাগের রঙীন ভেলা হয়েছে ছিন্নমূল
শারদ প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল॥
ময়ূরী-ছন্দে মহাআনন্দে এদিক-ওদিক ধায়,
শরৎ-মেঘের দলেরা আকাশে বাতাসের দোল খায়।
যেন পেঁজা পেঁজা সাদা তুলো, নেই তাতে কোনো ভুল,
শারদ-প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল॥
পাখির কুজন ভরে ওঠে বন, দুলে ওঠে ফুল-ফল,
শরৎ-প্রকৃতি রচনা-য় মাতে, মহাকাশ স্থল- জল।
টগর, বকুল, শিউলির কুঁড়ি লাগায় দোদুল- দুল্,
শারদ-প্রাতে হাওয়ায় মাতে, শুভ্রকাশের ফুল॥
ঘোমটার পাশে কলাবউ হাসে, নবপত্র- আভরণ
টুপ টুপ টুপ শিশির মাখানো, লজ্জা-রাঙানো মন।
বিন্দু বিন্দু সিন্ধুর জলে, ভ'রে ওঠে দুই কূল,
শারদ-প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল॥
–--–----–----–-----–-----–
কাশীনাথ হালদার
জেলেরহাট • পোঃ - দোলতলা ঘোলা
থানা - বারুইপুর • জেলা - দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ • ভারত • ডাকসূচক - ৭৪৩৩৭৬।
শ্রবনসঙ্গী : ৯৯৩২৭ ৯৫৫৩৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন