মহালয়া
নারায়ণী কর্মকার
কাশ ফুলেতে লাগল দোল,
খুশির হাওয়ায় আজ উতল,
বাজল এবার পুজোর বোল,
আগমনীর সুরে।
পূণ্যস্নানের ব্যস্ত ভীড়ে,
জমায়েত সব গঙ্গার তীরে,
স্বজন হারাদের শ্রদ্ধা জানান
মহালয়ার ভোরে।
কেউ বা ব্যস্ত ফুল বেচায়,
কেউ বা ব্যস্ত পুজোয়,
কেউ বা ব্যস্ত চুল কাটায়,
কেউ হাত পাতে অসহায়।
তাই মহালয়াতে খুশি সবে,
বেশ কিছুটা পসার হবে,
অভুক্তরাও খেতে পাবে,
আনন্দের বন্যা এসেছে ধরায়।
===========
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন