
সোনারোদ উঠলো হেসে
তুলো মেঘ যাচ্ছে ভেসে।
আকাশে মেলছে ডানা-
যেন নীল আকাশ ঘেঁসে।
ভোরেতে শিউলি ঝরে
এ মন আর রয় না ঘরে।
ও পাড়ার ছোট্ট খুকি-
কুড়িয়ে ওড়না ভরে।
পড়েছে ঢাকের কাঠি
কী মজা জমজমাটি।
শরতের সুরের ধারায়-
খুশিতে আকাশ মাটি।
কাশেতে লাগছে দোলা
ধূ ধূ মাঠ বাঁধন খোলা।
শরতের রূপের বাহার -
যায়নাকো একটু ভোলা।
কী দারুন শরৎ সাজে
খুশি তাই মনের মাঝে।
আকাশ আর বাতাস জুড়ে-
মিঠে সুর সানাই বাজে।
**************
সুমন নস্কর
গ্রাম + পোষ্ট- বনসুন্দরিয়া
জেলা - দক্ষিণ চব্বিশ পরগনা
পিন -৭৪৩৩৭২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন