আছে, নেই.....!
বিশ্বজিৎ কর।
ছন্দ নেই, কবিতা লেখার -
সুপারিশ নেই, সাফল্য পাওয়ার -
লজ্জা নেই, মুখ ঢাকার -
জায়গা নেই, দাঁড়াবার!
দলবদল আছে, গুছিয়ে নেওয়ার -
পুরস্কার আছে, পাইয়ে দেওয়ার -
প্রণামী আছে, কাজ হাসিলের -
প্রতিশ্রুতি আছে, ধোঁকা খাওয়ার!
দুয়ার খোলা রেখো, বন্ধু.....
হয়তো সব পাবে!
*****************
বিশ্বজিৎ কর
ফ্লাট -প্রুডেন্ট প্রাণা, নং 5 GD
বোড়াল মেন রোড
পোঃ- বনহুগলী,কলকাতা ১০৩
মোবাইল 9635629906
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন