
সময়ের কথকতা
অশোক দাশ
সময় বলে দেয় কোনটা সত্যি কোনটা মিথ্যা
কোনটা আসল কোনটা নকল!
অনুভব -অনুভূতি জানান দেয়
এখন শীত না গ্রীষ্ম শরৎ না বসন্ত!!
ঘণ্টা বাজে সংকেতের কার কখন ছুটি
কার কখন শুরু আর প্রস্হান!!!
ক্ষণিকের নাট্যমঞ্চে আমরা সকলে কুশীলব
নির্দেশকের নির্দেশ অনুযায়ী চলছে অভিনয়,
নাট্যকারের লেখা সংলাপ অভিনেতা -অভিনেত্রীগণ
প্রাণবন্ত -জীবন্ত করে ফুটিয়ে তুলছে তাদের চরিত্রায়ন।
নাটক শেষে হলেই বোঝা যায়
কে আমির কে ফকির?
আসল- নকলের প্রভেদ ধরা পড়ে।
সময় খুলে দেয় দখিন দুয়ার
সেই খোলাপথে অলক্ষীর বিদায়
লক্ষীর আগমন ঘটে।
অভিষেক হয় সত্য- সততা- ন্যায়ের।
রুক্ষ শীতের শেষে
বসন্তে গাছে গাছে
পল্লবিত ফুলের সম্ভার
কোকিলের কহুতানে মুখরিত চরাচর।
*****************
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ ,ভারত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন